Ajker Patrika

‘করোনার নতুন ধরনের বিরুদ্ধে লড়তে প্রয়োজন নতুন ভ্যাকসিন’

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ৩৯
Thumbnail image

করোনার নতুন ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজে কাজ হবে না। এর জন্য প্রয়োজন নতুন ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এমনটি জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের এমন ভ্যাকসিন প্রয়োজন, যা এই রোগের সংক্রমণ রোধ এবং ছড়িয়ে পড়া রুখতে আরও কার্যকার ভূমিকা থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে এ ধরনের ভ্যাকসিন তৈরিতে উৎসাহ দেওয়ার কথা বলছে।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকার উপাদান সংক্রান্ত উপদেষ্টামণ্ডলী এক বিবৃতিতে জানায়, পুরোনো টিকাগুলোর বুস্টার ডোজ বারবার দিলেও করোনার সংক্রমণ রুখে দেওয়া যাবে না। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়তে পারবে না এই ভ্যাকসিন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনার সংক্রমণ কমানোর পাশাপাশি গুরুতর অসুস্থতা ও মৃত্যু রুখতে পারে এমন প্রভাবশালী ভ্যাকসিনের প্রয়োজন। এবং এ ধরনের ভ্যাকসিন দ্রুত তৈরি করা উচিত। যত দিন তা তৈরি করা সম্ভব না হচ্ছে, তত দিন আমাদের হাতে যে ভ্যাকসিন আছে, তারই উপাদানের পরিমাণে পরিবর্তন আনতে হবে। 

অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একপ্রকার বলেই দিচ্ছে, উপাদানের উন্নতি না হলে বর্তমান ভ্যাকসিনগুলো তেমন কার্যকর নয়। 

এরই মধ্যে করোনার গোটা পাঁচটি ধরন বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। সেগুল হলো আলফা, বিটা, গামা, ডেলটা আর ওমিক্রন। এই মুহূর্তে বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ ছড়াচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। আগামী দিনে এভাবেই করোনার নতুন নতুন স্ট্রেন আঘাত হানবে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত