অনলাইন ডেস্ক
সাইপ্রাসে এবার পাওয়া গেল করোনার যুগল রূপ ‘ডেলটাক্রন’। এর আগে করোনাভাইরাসের ডেলটা ধরনে সারা বিশ্ব ভুগেছে। এখন ভুগছে ওমিক্রন ধরনের কারণে। এর মধ্যে সংক্রমণ হারে ওমিক্রন এবং আক্রান্তের অসুস্থতার মাত্রা বিচারে ডেলটা ধরন নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এবার এ দুইয়ের সমন্বয়ে এসেছে ডেলটাক্রন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডেলটা ও ওমিক্রনের সমন্বিত একটি ধরন সাইপ্রাসে শনাক্ত হয়েছে। একে ডেলটাক্রন বলা হচ্ছে। এরই মধ্যে এই নতুন ধরনে আক্রান্তদের ২৫টি নমুনা গত শুক্রবার ভাইরাসের ধরন সম্পর্কিত আন্তর্জাতিক তথ্যভান্ডার জিআইএসএইডে পাঠানো হয়েছে।
সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং ল্যাবরেটরি অব বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ভাইরোলজির প্রধান লিওনডিস কোস্ট্রিকিস জানিয়েছেন, কোভিড-১৯ এর একটি নতুন ধরন পাওয়া গেছে, যা ভাইরাসটির ডেলটা ও ওমিক্রন ধরনের সমন্বিত একটি রূপ। শুক্রবার সাইপ্রাসের স্থানীয় টিভি চ্যানেল সিগমা টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডেলটা ও ওমিক্রনের যুগল সংক্রমণ হচ্ছে এখন। আমরা দেখেছি, এটা হচ্ছে একটি নতুন ধরনের কারণে, যা এই দুইয়ের সমন্বিত একটি রূপ। এতে জিনোম ডেলটার মতো, যেখানে রয়েছে ওমিক্রনের জেনেটিক কাঠামোর স্বাক্ষরও।’
কোস্ট্রিকিস ও তাঁর সহকর্মীরা এ ধরনের ২৫টি সংক্রমণ শনাক্ত করেন। প্রাথমিক গবেষণায় তাঁরা দেখেন, ডেলটাক্রনে ধরন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। কোস্ট্রিকস বলেন, ‘এর সংক্রমণ হার বেশি নাকি এর কারণে গুরুতর অসুস্থ হওয়ার হার বেশি, তা আমরা পরবর্তী ধাপে বোঝার চেষ্টা করছি।’
সাইপ্রাসে এবার পাওয়া গেল করোনার যুগল রূপ ‘ডেলটাক্রন’। এর আগে করোনাভাইরাসের ডেলটা ধরনে সারা বিশ্ব ভুগেছে। এখন ভুগছে ওমিক্রন ধরনের কারণে। এর মধ্যে সংক্রমণ হারে ওমিক্রন এবং আক্রান্তের অসুস্থতার মাত্রা বিচারে ডেলটা ধরন নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এবার এ দুইয়ের সমন্বয়ে এসেছে ডেলটাক্রন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডেলটা ও ওমিক্রনের সমন্বিত একটি ধরন সাইপ্রাসে শনাক্ত হয়েছে। একে ডেলটাক্রন বলা হচ্ছে। এরই মধ্যে এই নতুন ধরনে আক্রান্তদের ২৫টি নমুনা গত শুক্রবার ভাইরাসের ধরন সম্পর্কিত আন্তর্জাতিক তথ্যভান্ডার জিআইএসএইডে পাঠানো হয়েছে।
সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং ল্যাবরেটরি অব বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ভাইরোলজির প্রধান লিওনডিস কোস্ট্রিকিস জানিয়েছেন, কোভিড-১৯ এর একটি নতুন ধরন পাওয়া গেছে, যা ভাইরাসটির ডেলটা ও ওমিক্রন ধরনের সমন্বিত একটি রূপ। শুক্রবার সাইপ্রাসের স্থানীয় টিভি চ্যানেল সিগমা টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডেলটা ও ওমিক্রনের যুগল সংক্রমণ হচ্ছে এখন। আমরা দেখেছি, এটা হচ্ছে একটি নতুন ধরনের কারণে, যা এই দুইয়ের সমন্বিত একটি রূপ। এতে জিনোম ডেলটার মতো, যেখানে রয়েছে ওমিক্রনের জেনেটিক কাঠামোর স্বাক্ষরও।’
কোস্ট্রিকিস ও তাঁর সহকর্মীরা এ ধরনের ২৫টি সংক্রমণ শনাক্ত করেন। প্রাথমিক গবেষণায় তাঁরা দেখেন, ডেলটাক্রনে ধরন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। কোস্ট্রিকস বলেন, ‘এর সংক্রমণ হার বেশি নাকি এর কারণে গুরুতর অসুস্থ হওয়ার হার বেশি, তা আমরা পরবর্তী ধাপে বোঝার চেষ্টা করছি।’
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
২ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৫ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৭ ঘণ্টা আগে