Ajker Patrika

ভারতে ফের বাড়ছে করোনা, এক দিনে শনাক্ত প্রায় ৯১ হাজার 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১২: ১৮
ভারতে ফের বাড়ছে করোনা, এক দিনে শনাক্ত প্রায় ৯১ হাজার 

ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে গত এক দিনে ৯০ হাজার ৯২৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা গতকালের চেয়ে ৫৫ শতাংশ বেশি। আজ বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

এদিকে গতকাল বুধবার ৫৮ হাজার ৯৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে গত এক দিনে করোনায় মারা গেছে ৩২৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৮২ হাজার ৮৭৬ জন। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত ২ হাজার ৬৩০ জন ওমিক্রনে আক্রান্ত করোনা রোগী পাওয়া গেছে। সবচেয়ে বেশি ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৭৯৭ জন ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। 

ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৫১ লাখ ৯ হাজার ২৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত