Ajker Patrika

করোনায় প্রতিদিন ভাঙছে আগের রেকর্ড

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১১: ০৬
করোনায় প্রতিদিন ভাঙছে আগের রেকর্ড

গত বছরের নভেম্বরের শেষের দিকে ওমিক্রন শনাক্তের পর সারা বিশ্বে করোনার সংক্রমণ বেড়েছে। রোগী শনাক্তের ক্ষেত্রে প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড। ওমিক্রন আক্রান্তদের মৃত্যুর সংখ্যা কম হলেও হাসপাতালে বাড়ছে রোগীর চাপ।

রয়টার্সের তথ্যমতে, গত বৃহস্পতিবার এক দিনে যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৬২ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পরিমাণ দ্রুত বাড়ছে। গত বৃহস্পতিবার সেখানে ১ লাখ ২৩ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে শিশুদের হাসপাতালে ভর্তির হার বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে এএফপির এক প্রতিবেদনে। দেশটিতে ইতিপূর্বে লাখে ২ দশমিক ৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করার দরকার হলেও বর্তমানে তা ৪ জনের বেশি।

গত শুক্রবার পর্যন্ত ১৪ দিনে স্পেনে লাখে করোনার সংক্রমণের হার ১৪৮ পয়েন্ট বেড়েছে। এদিন দেশটিতে নতুন ২ লাখ ৪২ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন যুক্তরাজ্যে ১ লাখ ৭৮ হাজার ২৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২২৯ জনের।

গতকাল অস্ট্রেলিয়ায় করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার ২৫ জনের। আগের দিন তা ছিল ৭৮ হাজার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্যমতে, গত শুক্রবার এক দিনে বিশ্বে ২৩ লাখ ৫৭ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৯ কোটি ৮৯ লাখ ১৫ হাজার জন। করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৪ লাখ ৬৯ হাজার জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত