আজ থেকে বিনা মূল্যে আসিফ-আফ্রির ‘মায়া’
প্রেম, প্রতিশোধ আর স্বপ্ন ভাঙা-গড়ার গল্প ‘মায়া: দ্য রিভেঞ্জ’। তরুণ অভিনেতা আসিফ নূর ও সেলিনা আফ্রি অভিনীত এ ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আজ। এরই মধ্যে ‘মায়া: দ্য রিভেঞ্জ’-এর মোশন পোস্টার, টিজার, ট্রেলার ও গান প্রকাশ পেয়েছে। দর্শকদের মাঝে সেগুলো প্রশংসিত হচ্ছে।