ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ঘোষণা করল তাদের এ মাসের ছবির নাম। চলতি মাসেই এ প্ল্যাটফর্মে মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ছবি ‘খাঁচার ভেতর অচিন পাখি’। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও তমা মির্জা। রোববার চরকির ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করার মধ্য দিয়ে ছবিটির নাম প্রকাশ করা হয়। সোমবার প্রকাশ করা হয় টিজার।
রোববার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ছবির টিজারটি নিয়ে আলোচনা শুরু হয়। মুখোশের আড়ালে থাকা ফজলুর রহমান বাবুকে নিয়ে কৌতুহল বাড়ে দর্শকের। এখনও মুক্তির তারিখ ঘোষণা না করলেও চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের কোনো এক বৃহস্পতিবারে মুক্তি পাবে ছবিটি।
‘খাঁচার ভেতর অচিন পাখি’ ছবির কাজ হয়েছে রংপুরের এক ফ্যাক্টরিতে। টানা ১৫ দিন সেখানে চলেছে ছবির শুটিং। এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার, নাসিরুদ্দিন ও সুমন আনোয়ারকে।
ছবির গল্প এক পরিত্যক্ত কারখানায় আটকে পড়া দুজন মানুষের। যাদের মধ্যে একজন রাজনীতিবিদ ফিরোজ খান, অন্যজন পাখি। খাঁচা থেকে বেরিয়ে আসার প্রাণান্তকর চেষ্টার মধ্য দিয়ে গোপন তথ্য বেরিয়ে আসার গল্প এটি।
ছবিটি নিয়ে নির্মাতা রায়হান রাফি বলেন, ‘খাঁচার ভেতর অচিন পাখি আমার স্বপ্নের প্রজেক্ট। প্রায় দুই বছর আগে গল্পটি লিখেছিলাম। এটি আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য অনলাইন ছবি। এ ধরণের ছবি আগে বানাইনি।’
জুলাই মাসে যাত্রা শুরুর পর থেকে প্রতি মাসে অরিজিনাল ফিল্ম মুক্তি দিয়ে যাচ্ছে চরকি। এই মাসের ছবি ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নিয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রতিমাসে আমরা ভিন্ন ভিন্ন স্বাদের ছবি দর্শকদের উপহার দিতে চাই। এই তালিকায় যেমন বন্ধুত্বের গল্প থাকে, তেমনই থাকে গোয়েন্দা কাহিনি, থ্রিলারসহ আরও অনেক বৈচিত্র্যময় ঘরানার ছবি। এবারের ছবিটিতেও দর্শক পাবেন নতুন স্বাদ।’
দেখুন ‘খাঁচার ভেতর অচিন পাখি’র প্রোমো:
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ঘোষণা করল তাদের এ মাসের ছবির নাম। চলতি মাসেই এ প্ল্যাটফর্মে মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ছবি ‘খাঁচার ভেতর অচিন পাখি’। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও তমা মির্জা। রোববার চরকির ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করার মধ্য দিয়ে ছবিটির নাম প্রকাশ করা হয়। সোমবার প্রকাশ করা হয় টিজার।
রোববার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ছবির টিজারটি নিয়ে আলোচনা শুরু হয়। মুখোশের আড়ালে থাকা ফজলুর রহমান বাবুকে নিয়ে কৌতুহল বাড়ে দর্শকের। এখনও মুক্তির তারিখ ঘোষণা না করলেও চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের কোনো এক বৃহস্পতিবারে মুক্তি পাবে ছবিটি।
‘খাঁচার ভেতর অচিন পাখি’ ছবির কাজ হয়েছে রংপুরের এক ফ্যাক্টরিতে। টানা ১৫ দিন সেখানে চলেছে ছবির শুটিং। এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে ইন্তেখাব দিনার, নাসিরুদ্দিন ও সুমন আনোয়ারকে।
ছবির গল্প এক পরিত্যক্ত কারখানায় আটকে পড়া দুজন মানুষের। যাদের মধ্যে একজন রাজনীতিবিদ ফিরোজ খান, অন্যজন পাখি। খাঁচা থেকে বেরিয়ে আসার প্রাণান্তকর চেষ্টার মধ্য দিয়ে গোপন তথ্য বেরিয়ে আসার গল্প এটি।
ছবিটি নিয়ে নির্মাতা রায়হান রাফি বলেন, ‘খাঁচার ভেতর অচিন পাখি আমার স্বপ্নের প্রজেক্ট। প্রায় দুই বছর আগে গল্পটি লিখেছিলাম। এটি আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য অনলাইন ছবি। এ ধরণের ছবি আগে বানাইনি।’
জুলাই মাসে যাত্রা শুরুর পর থেকে প্রতি মাসে অরিজিনাল ফিল্ম মুক্তি দিয়ে যাচ্ছে চরকি। এই মাসের ছবি ‘খাঁচার ভেতর অচিন পাখি’ নিয়ে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘প্রতিমাসে আমরা ভিন্ন ভিন্ন স্বাদের ছবি দর্শকদের উপহার দিতে চাই। এই তালিকায় যেমন বন্ধুত্বের গল্প থাকে, তেমনই থাকে গোয়েন্দা কাহিনি, থ্রিলারসহ আরও অনেক বৈচিত্র্যময় ঘরানার ছবি। এবারের ছবিটিতেও দর্শক পাবেন নতুন স্বাদ।’
দেখুন ‘খাঁচার ভেতর অচিন পাখি’র প্রোমো:
এক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রটিকে আবার জীবিত করে তোলা হয়েছে।
২ মিনিট আগেধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে আবারও শক্ত হচ্ছিল রাজেশের অবস্থান। তবে তাঁর সাফল্যের পালে জোর হাওয়া দিল সম্প্রতি মুক্তি পাওয়া সাইয়ারা। এতে অনীত পাড্ডার বাবার চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হচ্ছেন রাজেশ।
৩ ঘণ্টা আগেচঞ্চল চৌধুরীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ব্রাত্য বসু। সব ঠিক থাকলে দুর্গাপূজার পরই ‘টান’ নামের এই সিনেমার শুটিং শুরু হবে। টান সিনেমাটি নির্মিত হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্পের ওপর ভিত্তি করে।
৫ ঘণ্টা আগেমেঘের কপাট এবার এল ওটিটিতে। ৩ আগস্ট বন্ধু দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। টফির অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে মেঘের কপাট।
৭ ঘণ্টা আগে