মহাভারতকে পর্দায় নিয়ে আসার চেষ্টা অনেকবারই হয়েছে। কিন্তু প্রত্যেকেই মহাভারতের গল্পকে দেখিয়েছেন ঐতিহাসিক প্রেক্ষাপটে। এবার বর্তমানের সঙ্গে মহাভারতের প্রেক্ষাপট যুক্ত করে নতুন কিছু তৈরি করতে চলেছেন নির্মাতা সৌমিক হালদার। নাম দেওয়া হয়েছে ‘মহাভারত মার্ডার্স’। এই ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন প্রিয়াংকা সরকার। পুরাণের নির্যাস নিলেও এটি আসলে থ্রিলার সিরিজ।
এতে প্রিয়াংকা অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। পর্দায় নাম রুকসানা। তাঁর কাজ হবে একটি সিরিয়াল কিলিং মামলার তদন্ত করা। শহরজুড়ে কয়েক দিন ধরে খুন বেড়ে গেছে। আবির্ভাব হয়েছে দুর্যোধনের। যে একের পর এক খুন করে চলেছে। প্রতিশোধ নেওয়ার জন্য খুঁজছে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবকে। এই জটিল মামলাটি নিয়ে গল্পে সারাক্ষণ ব্যস্ত থাকবেন প্রিয়াংকা।
‘মহাভারত মার্ডার্স’ সিরিজে প্রিয়াংকার সহ-অভিনেতা হবেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তী। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং। দেখা যাবে হইচই-এ। প্রিয়াংকা এখন ব্যস্ত ‘ধপ্পা’ ছবির শুটিংয়ে। নারীপ্রধান গল্পের এ ছবিটিও থ্রিলার ঘরানার। ‘ধপ্পা’য় প্রিয়াংকার সঙ্গী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথম একসঙ্গে অভিনয় করছেন তাঁরা।
টালিউডের মিষ্টিমুখ প্রিয়াংকা অভিনয়ে এসেছিলেন ২০০৮ সালে। রাজ চক্রবর্তীর বাণিজ্যিক ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ তাঁর প্রথম ছবি। পর্দার প্রথম নায়ক রাহুলকেই পরে বাস্তব জীবনের নায়ক করেছিলেন প্রিয়াংকা। কিন্তু বিয়েটা টেকেনি শেষ পর্যন্ত। ব্যক্তিগত জীবনের অনেক চড়াই-উতরাই পার করে প্রিয়াংকা এখনো টিকে আছেন টালিউডে। চেষ্টা করছেন নতুন ধরনের কাজ দিয়ে দর্শকের মন জয়ের।
মহাভারতকে পর্দায় নিয়ে আসার চেষ্টা অনেকবারই হয়েছে। কিন্তু প্রত্যেকেই মহাভারতের গল্পকে দেখিয়েছেন ঐতিহাসিক প্রেক্ষাপটে। এবার বর্তমানের সঙ্গে মহাভারতের প্রেক্ষাপট যুক্ত করে নতুন কিছু তৈরি করতে চলেছেন নির্মাতা সৌমিক হালদার। নাম দেওয়া হয়েছে ‘মহাভারত মার্ডার্স’। এই ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন প্রিয়াংকা সরকার। পুরাণের নির্যাস নিলেও এটি আসলে থ্রিলার সিরিজ।
এতে প্রিয়াংকা অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। পর্দায় নাম রুকসানা। তাঁর কাজ হবে একটি সিরিয়াল কিলিং মামলার তদন্ত করা। শহরজুড়ে কয়েক দিন ধরে খুন বেড়ে গেছে। আবির্ভাব হয়েছে দুর্যোধনের। যে একের পর এক খুন করে চলেছে। প্রতিশোধ নেওয়ার জন্য খুঁজছে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবকে। এই জটিল মামলাটি নিয়ে গল্পে সারাক্ষণ ব্যস্ত থাকবেন প্রিয়াংকা।
‘মহাভারত মার্ডার্স’ সিরিজে প্রিয়াংকার সহ-অভিনেতা হবেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তী। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং। দেখা যাবে হইচই-এ। প্রিয়াংকা এখন ব্যস্ত ‘ধপ্পা’ ছবির শুটিংয়ে। নারীপ্রধান গল্পের এ ছবিটিও থ্রিলার ঘরানার। ‘ধপ্পা’য় প্রিয়াংকার সঙ্গী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথম একসঙ্গে অভিনয় করছেন তাঁরা।
টালিউডের মিষ্টিমুখ প্রিয়াংকা অভিনয়ে এসেছিলেন ২০০৮ সালে। রাজ চক্রবর্তীর বাণিজ্যিক ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ তাঁর প্রথম ছবি। পর্দার প্রথম নায়ক রাহুলকেই পরে বাস্তব জীবনের নায়ক করেছিলেন প্রিয়াংকা। কিন্তু বিয়েটা টেকেনি শেষ পর্যন্ত। ব্যক্তিগত জীবনের অনেক চড়াই-উতরাই পার করে প্রিয়াংকা এখনো টিকে আছেন টালিউডে। চেষ্টা করছেন নতুন ধরনের কাজ দিয়ে দর্শকের মন জয়ের।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৭ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৭ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৭ ঘণ্টা আগে