Ajker Patrika

একেনবাবুর গোয়েন্দাগিরি

রজত কান্তি রায়
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১১: ০৮
একেনবাবুর গোয়েন্দাগিরি

ড. সুজন দাশগুপ্ত, লেখক। এ পরিচয়ে বাংলাদেশে খুব বেশি মানুষ তাঁকে চিনবেন না। কিন্তু যদি বলা হয়, গোয়েন্দা `একেনবাবু'র স্রষ্টা; অর্থাৎ লেখক, তাহলে কিছু মানুষ তাঁকে চিনবেন। বিশেষ করে যাঁরা এখন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে ওয়েব সিরিজটি দেখছেন। 

এক-দুই-তিন করে `একেনবাবু' সিরিজের পঞ্চম সিজন ‘শান্তিনিকেতনে সংকেত মোচন’ মুক্তি পেয়েছে হইচইয়ে। অনির্বাণ চক্রবর্তী, সৌম ব্যানার্জি, আর শ্রেয়া সিনহাদের দুর্দান্ত অভিনয় ও ভালো মেকিংয়ের জন্য পশ্চিমবঙ্গে তো বটেই, বাংলাদেশেও ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে। সেই সূত্র ধরে `একেনবাবু' সিরিজের গল্পকার সুজন দাশগুপ্তের একটি সাক্ষাৎকার নিলাম জুমে। ঠিক সাক্ষাৎকার নয়। বরং বলা চলে আড্ডা। পূর্বপরিচয়ের সূত্র ধরে আবদার করতেই তিনি সময় দিলেন। 

সুজন দাশগুপ্ত এখন থাকেন যুক্তরাষ্ট্রে। বয়স প্রায় ৭৭। ১৯৬৭ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান। তারপর পিএইচডি শেষ করে বেল ল্যাবে কাজ শুরু করেন। টানা ৩০ বছর বেল ল্যাবে চাকরি করার পর স্বেচ্ছা অবসর নিয়ে বছর দেড়েক সিলিকন ভ্যালিতে কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন তিনি। এখন অবসরে। লেখালেখি করছেন। 

একেনবাবুর স্রষ্টা সুজন দাশগুপ্তসুজন দাশগুপ্তের পূর্বপুরুষের ভিটে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ। আর শ্বশুরের আদি বাড়ি চট্টগ্রাম। 

জানতে চাই, তিনি কখনো বাংলাদেশে এসেছিলেন কি না। সুজন দাশগুপ্ত বলেন, ‘এটি বড় লজ্জার প্রশ্ন আমার কাছে। বাবার বাড়ি বিক্রমপুর। সেটা পদ্মার জলে চলে গেছে অনেক আগে। বহুবার ভেবেছি যাব, বাংলাদেশের বন্ধুরা বারবার বলেছেন, যান ঘুরে আসুন। কিন্তু যাওয়া হয়নি এখনো। এবার যদি বেঁচেবর্তে থাকি যাব। আসলে দেশ তো থাকে বুকের ভেতর। জন্ম, বেড়ে ওঠা কলকাতায়, চাকরি আমেরিকায় হলেও দেশ তো আসলে আমার ওটাই। দুঃখ একটাই, যাওয়া হয়নি এখনো।’ তিনি জানালেন, বাংলাদেশের নাটক তিনি দেখেন নিয়মিত। রক্তচাপ বেশি বলে চিকিৎসকের পরামর্শে তাঁকে প্রতিদিন ট্রেডে মিলে হাঁটতে হয় এক ঘণ্টা করে। ট্রেড মিলের সামনে টেলিভিশন লাগানো আছে। সেখানে চলতে থাকে বাংলাদেশের রোমান্টিক নাটক। সেই নাটক দেখেতে দেখতে তিনি হাঁটেন ট্রেড মিলে। মজা করে বললেন, ‘বাংলাদেশে না গেলেও আমি কিন্তু তোমাদের টেলিভিশন নাটকের নায়িকাদের কাছে কৃতজ্ঞ। সম্ভব হলে তাঁদের জানিও, তারা আমাকে সুস্থ রেখেছে।’ 

জানাই, তিনি না এলেও তাঁর একেনবাবু এখন বাংলাদেশে জনপ্রিয় চরিত্র ওয়েব সিরিজের কল্যাণে। তিনি বলেন, ''সেটা হলে আমার ভালো লাগবে। আমি চাই, 'একেনবাবু' মানুষ পড়ুক এবং দেখুক।’’ 

এখানে জানিয়ে রাখা ভালো, 'একেনবাবু' লেখা শুরু হয়েছিল মূলত কিশোরদের জন্য। এই সিরিজের দুটি বই ‘ম্যানহাটনের মুনস্টোন’ ও ‘ম্যানহাটনে ম্যানহান্ট’ প্রকাশিত হয়েছিল নব্বইয়ের দশকের শুরুর দিকে। কলকাতার আনন্দ মেলা বই দুটি ধারাবাহিকভাবে প্রকাশ করেছিল। এর অনেক পরে ২০১৭ সালে 'একেনবাবু সমগ্র প্রথম খণ্ড' প্রকাশ করে কলকাতার প্রকাশনী দ্য কাফে টেবল। একই প্রকাশনী ২০১৮ সালে প্রকাশ করে এর দ্বিতীয় খণ্ড। এরপর তৃতীয় থেকে পঞ্চম খণ্ডও প্রকাশিত হয়েছে একই প্রকাশনী থেকে। 'একেনবাবু'র গল্পগুলো ওয়েব সিরিজ আকারে নির্মিত হতে শুরু করে ২০১৮ সাল থেকে। গত ৮ অক্টোবর ছয় পর্বে 'একেনবাবু' সিরিজের পঞ্চম সিজন মুক্তি দেওয়া হয় হইচই প্ল্যাটফর্মে। 

একেনবাবু চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অনির্বাণ চক্রবর্তী`একেনবাবু' প্রথম বা দ্বিতীয় খণ্ডে যা পড়েছি, ওয়েব সিরিজ তো সেরকম হলো না! কিছুটা অনুযোগের সুরে প্রশ্ন করলাম। সুজন দাশগুপ্ত বেশ খানিকটা ব্যাখ্যা করলেন। বললেন, ‘পথে হলো দেরিতে’ও তো তাই হয়েছে। মূল গল্পের হালকা একটা ছোঁয়া আছে সেখানে। বই আর সিনেমা বা ওয়েব সিরিজ দুটো দুই জগৎ। বই থেকে সিনেমা বা ওয়েব সিরিজ করতে গেলে একটু এপাশ-ওপাশ হয়। পরিবর্তন হয়। ওয়েব সিরিজের `একেনবাবু' তো আমার নয়। আমি লিখেছিলাম ম্যানহাটনের গল্প। ওয়েব সিরিজ তো আর সেখানে করা যায় না। তাই কিছু পরিবর্তন হয়েছে। মূল গল্পে কোনো মেয়ে চরিত্র নেই। পরিচালক আমাকে বললেন, কোনো মেয়ে চরিত্র নেই? তো… বললাম, এখন কোনো মেয়ে চরিত্র লিখতে পারব না। গল্প তো অনেক আগে প্রকাশিত হয়ে গেছে। সেই নব্বইয়ের দশকের গোড়ার দিকে। পরিচালক অনির্বাণ মল্লিক, তাদের তুমি করেই বলি। আমার অনেক জুনিয়র। সে বলল, ক্যাপ্টেন স্টুয়ার্টের বদলে একজন নারী পুলিশ করে দিই। আমি আর কী বলব? ওরা করল। তখন এল রুপাল মেহেরার চরিত্র। সেটা করল শ্রেয়া সিনহা। ভালোই তো হলো। না হলে এতগুলো সিজন হতো না।’ 

তবে একেনবাবুকে একেবারে বাঙালি করার বিষয়টা বেশ ভালো হয়েছে। দর্শক মজা পাচ্ছে। খাদ্যরসিক হিসেবে একেনবাবুর চরিত্রটা বেশ মানিয়ে গেছে—জানালাম সুজন দাশগুপ্তকে। তিনিও মজা পেলেন। জানালেন, ‘মূল গল্পের একেনবাবু এ রকম নয়। সেখানে একেন মাঝে মাঝে “কী যে বলেন স্যার” ব্যবহার করে। এখানেও এরা রেখেছে সেটা একটু একটু। আর একেনবাবুকে বাঙালি বানিয়ে দিয়েছে। খারাপ হয়েছে কি?’ 

গত ৮ অক্টোবর শুরু হয়েছে একেনবাবু ওয়েব সিরিজের পঞ্চম সিজনখারাপ কি ভালো সে প্রসঙ্গে না গিয়ে একটা ব্যাপক সমালোচনার মধ্যে ঢুকে গেলাম আমরা। একেনবাবু ওয়েব সিরিজের প্রধান চরিত্র একেনবাবুর সঙ্গে জটায়ু চরিত্রটির মিল পাওয়া যায়। বিষয়টি কেন? সুজন দাশগুপ্ত জানালেন, বিষয়টিকে কাকতালীয় বলা ছাড়া উপায় নেই। তিনি যখন ভারত ছাড়েন, সেই ১৯৬৭ সালে জটায়ুর আবির্ভাব হয়নি বলে জানালেন সুজন দাশগুপ্ত। ১৯৭১ সালে প্রকাশিত ‘সোনার কেল্লা’ উপন্যাসে প্রথম লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ুর আবির্ভাব। ‘তবে জটায়ু চরিত্রে সফল অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত। তাঁর সঙ্গে একেনবাবু যে করছে, অনির্বাণ, তার অভিনয়ের মিল আছে কিছু। তার পরও সে কোথাও একটা পার্থক্য তৈরির চেষ্টা করেছে।’ 

কথায় কথা গড়ায়। গল্প-উপন্যাস থেকে ওয়েব সিরিজ, সিনেমা, রাজনীতি, দেশভাগ ইত্যাকার বিষয় নিয়ে ঘণ্টাখানেক আমাদের আড্ডা চলে। আর মাঝেমধ্যে চলে `একেনবাবু'র খোঁজখবর। জানতে চাই, `একেনবাবু সিক্সথ' আমরা পাচ্ছি তো? সুজন দাশগুপ্ত জানালেন, ‘সেটা তো হইচইয়ের ব্যাপার। তবে আশা নিশ্চয় করতে পারি। পরের বইয়ের জন্য কয়েকটি নতুন গল্পও লেখা হয়ে গেছে। দেখা যাক বাকিটা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

জন্মদিনের সন্ধ্যায় কেটি পেরি ও ট্রুডোর একান্ত সময়

বিনোদন ডেস্ক
কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত
কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত

কেটি পেরির জন্মদিন ছিল ২৫ অক্টোবর। শনিবার সন্ধ্যাটি তাই বিশেষ হয়ে ধরা দিল জাস্টিন ট্রুডোর জন্যও। প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরোলেন প্যারিসের রাস্তায়। এত দিন নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করলেও এবারই প্রথম প্রকাশ্যে একে অপরের হাত ধরে ঘুরলেন তাঁরা। এবার আর রাখঢাক রাখলেন না, পৃথিবীকে জানিয়ে দিলেন তাঁদের প্রেমের খবর।

জন্মদিনের সন্ধ্যায় কেটিকে নিয়ে ক্রেজি হর্স প্যারিস নামের এক থিয়েটারে যান ট্রুডো। সেখানে তাঁরা ক্যাবারে শো উপভোগ করেন। বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তাঁরা। এক ভক্ত কেটিকে এক জোড়া গোলাপ দিয়ে জন্মদিনের শুভেচ্ছাও জানান। বাইরে গাড়ি অপেক্ষা করছিল। ভক্ত ও সাংবাদিকদের ভিড় ঠেলে কেটিকে আগলে গাড়িতে তুলে দেন ট্রুডো। পুরোটা সময় পরস্পরের হাত ধরাধরি করে ছিলেন তাঁরা।

অক্টোবরের মাঝামাঝি সময়ে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে একটি ইয়টে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর চুমুর ছবি ছড়িয়ে পড়ে। তবে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়াচ্ছিল আরও আগে থেকে। জুলাইয়ের শেষ দিকে মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্তোরাঁ ল্য ভিয়লোঁতে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর একসঙ্গে ডিনারের ছবি প্রকাশ্যে আসে। ৩০ জুলাই দ্য লাইফটাইম ট্যুরের অংশ হিসেবে মন্ট্রিয়লে আয়োজিত এক কনসার্টে পারফর্ম করেন কেটি পেরি। সেখানেও দর্শক সারিতে দাঁড়িয়ে কেটির গান উপভোগ করেন ট্রুডো। কয়েক দিনের ব্যবধানে ওই শহরের মাউন্ট রয়্যাল পার্কে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায় তাঁদের।

মার্কিন গায়িকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক অধ্যায় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় কেটি পেরির। অন্যদিকে, ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে। কেটির বিচ্ছেদের পরের মাস থেকেই গুঞ্জন ছড়ায়, নতুন সম্পর্কে জড়িয়েছেন গায়িকা! এত দিনে এসে সে গুঞ্জনে সিলমোহর দিলেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

যুক্তরাষ্ট্রে একই মঞ্চে অর্থহীন ও আসিফ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আসিফ ও সুমন ছবি: ফেসবুক থেকে
আসিফ ও সুমন ছবি: ফেসবুক থেকে

প্রায় দুই মাস সংগীতসফরে যুক্তরাষ্ট্রে আছেন আসিফ আকবর। সম্প্রতি দেশটিতে সংগীতসফরে গেছে অর্থহীন ব্যান্ড। ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে একই মঞ্চে পারফর্ম করেছে অর্থহীন ও আসিফ। সোশ্যাল মিডিয়ায় অর্থহীন ব্যান্ডের দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমনের (বেজবাবা সুমন) সঙ্গে স্টেজ শেয়ারের অভিজ্ঞতা জানালেন আসিফ।

কনসার্টের গ্রিন রুমে বেজবাবা সুমনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ফেসবুকে আসিফ লেখেন, ‘বিগত বছরগুলোতে সৌভাগ‍্য হয়েছে মিউজিক লিজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিন রুম শেয়ার করেছি তরুণদের সঙ্গেও। আমি সংগীতের মানুষ নই, তবু নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এ কারণেই আমার দায়বদ্ধতাও বেশি। বোস্টনে এসে একই স্টেজ শেয়ার করেছি স্বনামখ‍্যাত ব‍্যান্ড অর্থহীনের সঙ্গে। লিভিং লিজেন্ড সুমন (বেজবাবা) ভাইয়ের সঙ্গে আগেও একই স্টেজে পারফর্ম করা হয়েছে। তিনি সব সময়ই আমার ব‍্যাপারে উচ্ছ্বসিত, আজকেও তার ব‍্যত‍্যয় ঘটেনি, ব‍্যাকস্টেজে দাঁড়িয়ে আমার পারফরম্যান্স দেখেছেন।’

আসিফ আরও লেখেন, ‘সুমন ভাইয়ের জীবনের ওপর দিয়ে স্টিম রোলার চললেও, তিনি এমন আস্থায়ও অবিচল। এ ধরনের মানুষের জন‍্য সংগীত জগৎটা এখনো ভালো লাগে। কিছু লেসপেন্সার অবশ‍্য তাদের হিপোক্রেসি নিয়ে এখনো জীবন্মৃত অবস্থায় টিকে আছে, থাকুক। সুমন ভাই আপনার জন‍্য অনেক দোয়া আর শুভকামনা। আপনাকে ভালোবাসি। আপনি আমাদের জীবন্ত কিংবদন্তি। আপনার সুস্বাস্থ‍্য আর দীর্ঘায়ু কামনা করি।’

এবারই প্রথম যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গেছে অর্থহীন। অন্যদিকে ১৭ বছর পর মার্কিন মুলুকে গান শোনাচ্ছেন আসিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

‘বহুরূপী’ সিনেমায় প্রস্তাব পাওয়ার কথা বলেছিলেন মেহজাবীন, অস্বীকার করলেন নির্মাতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মেহজাবীন। ছবি: সংগৃহীত
মেহজাবীন। ছবি: সংগৃহীত

নাটক, ওটিটির পর সিনেমায় নাম লিখিয়েছেন মেহজাবীন চৌধুরী। ইতিমধ্যে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা—‘প্রিয় মালতী’ ও ‘সাবা’। গত আগস্ট মাসে প্রচারিত এক পডকাস্টে মেহজাবীন বলেছিলেন, টালিউড থেকেও সিনেমার প্রস্তাব পেয়েছিলেন তিনি। গত বছর মুক্তি পাওয়া নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘বহুরূপী’ সিনেমায় ভাবা হয়েছিল তাঁকে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সেই পডকাস্ট প্রচারের দুই মাস পর মেহজাবীনকে প্রস্তাব দেওয়ার বিষয়টি অস্বীকার করলেন নির্মাতা নন্দিতা রায়।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে নন্দিতা রায় বলেন, ‘আমার পক্ষ থেকে এ রকম কোনো প্রস্তাব পাঠানো হয়নি।’ তবে শিবপ্রসাদ মুখার্জির থেকে মেহজাবীন প্রস্তাব পেয়েছেন কি না, সেটা তিনি জানেন না বলে জানিয়েছেন। নন্দিতার ভাষ্যমতে, ‘আমি আর শিবপ্রসাদ সব কাজ একসঙ্গে করি। পরিচালনা-প্রযোজনা সবটাই। শিবুও বহুরূপীর ক্ষেত্রে সমান দায়িত্ব পালন করেছে। আর বাংলাদেশে ওর অনেক চেনাজানা। ওর পক্ষ থেকে অনুরোধ পাঠানো হয়েছিল কি না, সেটা জানি না। তবে আমি কোনো প্রস্তাব পাঠাইনি।’

সেই পডকাস্টে জানা যায়, শুধু বহুরূপী নয়, টালিউড ইন্ডাস্ট্রির এক সুপারস্টারের সিনেমাও ফিরিয়ে দেন মেহজাবীন। অভিনেত্রী বলেন, ‘অফার এলেই যে গ্রহণ করে নিতে হবে, সেটা নয়। কথা হয়তো ওই পর্যায়ে এগিয়ে যায়নি, তাই কাজ করা হয়নি।’

মেহজাবীন। ছবি: সংগৃহীত
মেহজাবীন। ছবি: সংগৃহীত

একাধিক প্রস্তাব ফিরিয়ে দিলেও টালিউডে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন মেহজাবীন। তিনি মনে করেন, সংস্কৃতির আদান-প্রদান হলে দুই ইন্ডাস্ট্রির জন্য তা হবে ইতিবাচক। মেহজাবীন বলেন, ‘ওপার বাংলা-এপার বাংলা করে আমরা যে ভেদাভেদটা করি, সেটা আসলে দরকার নেই। বাংলা মানে বাংলা। আমরা সবাই বাঙালি। দুই জায়গার ভাষাটাও একই রকম। ওরা যেমন আমাদের নাটক দেখে, আমরাও ওদের সিনেমা দেখি। সত্যি বলতে ইন্ডাস্ট্রি যত বড় হবে, আমাদের জন্য ততই ভালো। ওদের দর্শক যদি আমরা পাই, একইভাবে আমাদেরটা ওরা; তাহলে কিন্তু বেটার বাণিজ্য হবে, যেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো। আর ক্রিয়েটিভিটি যত শেয়ার করা যায়, তত বাড়ে। নিজেদের সীমাবদ্ধ করে রাখা বা বাউন্ডারি ক্রিয়েট করে রাখলে ক্রিয়েটিভিটি ছড়ায় না।’/

এদিকে, মেহজাবীন অভিনীত ‘সাবা’ এখনো চলছে প্রেক্ষাগৃহে। পঞ্চম সপ্তাহে এসে মাকসুদ হোসেন পরিচালিত সিনেমাটি দেখা যাচ্ছে ৩টি সিনেপ্লেক্সে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর গত ২৬ সেপ্টেম্বর মুক্তি পায় সাবা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

রায়হান রাফী ও আলিমুজ্জামানের হাতে ফজলুল হক স্মৃতি পুরস্কার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ক্রেস্ট হাতে রায়হান রাফী ও আলিমুজ্জামান ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে
অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ক্রেস্ট হাতে রায়হান রাফী ও আলিমুজ্জামান ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, এ বছর ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী ও সাংবাদিক আলিমুজ্জামান। গতকাল রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে তুলে দেওয়া হলো কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত এই স্মৃতি পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেকেই পেয়েছেন একটি ক্রেস্ট ও ৫০ হাজার টাকা এবং পরিয়ে দেওয়া হয়েছে উত্তরীয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, নির্মাতা মতিন রহমান, অভিনেতা আফজাল হোসেন, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

পুরস্কার প্রদান উপলক্ষে চ্যানেল আইয়ে আয়োজন করা হয় একটি বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতেই দেখানো হয় ফজলুল হককে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র। এরপর শুরু হয় আলোচনা পর্ব। এই পর্বে আলোচনায় অংশ নেন মতিন রহমান, রেজাউদ্দিন স্টালিন, মুকিত মজুমদার বাবু, কেকা ফেরদৌসী, আফজাল হোসেন, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি, সংগীতশিল্পী খুরশীদ আলম, নির্মাতা ছটকু আহমেদ, অভিনেতা কেরামত মওলা, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা আশা প্রকাশ করেন, ফজলুল হককে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক জানান, শিল্পকলা একাডেমির সারা দেশের শাখাগুলোতে ফজলুল হককে নিয়ে নির্মিত তথ্যচিত্রটি প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা পর্বের পরেই পুরস্কার তুলে দেওয়া হয় নির্মাতা রায়হান রাফী ও সাংবাদিক আলিমুজ্জামানের হাতে। রায়হান রাফীর সঙ্গে এসেছিলেন তাঁর মা। তিনি ছেলের পুরস্কারপ্রাপ্তিতে সবার কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’-এর সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘সান অব পাকিস্তান (প্রেসিডেন্ট)’-এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২২ বছর এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত