Ajker Patrika

চমক নিয়ে ফিরছে জাজ

চমক নিয়ে ফিরছে জাজ

ছবি নয়, ওয়েব সিরিজ নির্মাণে নামছেন জাজ মাল্টিমিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে ‘মোনা’ নামের একটি ওয়েব সিরিজের। ‘মোনা’ পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। যিনি কয়েক বছর জাজের সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। ছবিতে অভিনয় করবেন একঝাঁক অভিনয়শিল্পী। ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন। তিনি ‘কে হবে মাসুদ রানা’ র মঞ্চ থেকে উঠে এসে কয়েকটি নাটকে কাজ করেছেন সাজ্জাদ হোসেন। জাজের ‘এমআর নাইন’ নামে আরেকটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে তার। বর্তমানে সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক’ নামে একটি ওয়েব কনটেন্টের শুটিং করছেন।

সামিনা বাসারসাজ্জাদ বলেন, ‘আমি নাটকেও অভিনয় করেছি। তবে ছবির জন্য মাঝে প্রস্তুতি নিচ্ছিলাম। বড় পর্দাই আমার মূল লক্ষ্য। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো ছবিতে কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। এই ওয়েব সিরিজটি হচ্ছে বড় আয়োজনে।’

সেমন্তী সৌমিসাজ্জাদ জানান, লুক টেস্ট এবং অডিশনের মাধ্যমে কাজটিতে সুযোগ পেয়েছেন। ডিসেম্বরে সিরিজটির শুটিং শুরু হবে। ‘মোনা’ পুরোপুরি হরর থ্রিলার গল্পে। একটি বাচ্চা মেয়ে ‘মোনা’ নাম ভূমিকায় অভিয় করবেন। সাজ্জাদ ছাড়াও অভিনয় করবেন সামিনা বাসার, সেমন্তী সৌমি। জাজ জানায়, গল্পে নতুনত্ব থাকছে। বিস্তারিত জানানো হবে শিগগির।

এর আগে ‘জ্বিন’ নামে একটি সিনেমা নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া। ওই ছবিটি মুক্তির অপেক্ষায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত