Ajker Patrika

আন্তর্জাতিকভাবে পুরস্কৃত জায়েদ রিজওয়ানের ‘আঘাত’

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২০: ০৫
আন্তর্জাতিকভাবে পুরস্কৃত জায়েদ রিজওয়ানের ‘আঘাত’

জায়েদ রিজওয়ান পরিচালিত ওয়েব সিরিজ ‘আঘাত’ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। এর মধ্যে ‘লন্ডন ইনডিপেনডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ডস’-এ সেরা ওয়েব সিরিজের পুরস্কার জিতেছে। ‘নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস’-এর ফাইনালিস্ট। ‘ভেগাস মুভি অ্যাওয়ার্ডস’-এর সেমিফাইনাল অবস্থায় আছে। এ ছাড়া ‘কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘হলিউড ইন্টারন্যাশনাল গোল্ডেন অ্যাওয়ার্ডস’ প্রতিযোগিতায় অফিশিয়াল সিলেকশন হয়েছে।

পরিচালক জায়েদ রিজওয়ানপরিচালক জায়েদ রিজওয়ান জানান, সব প্রতিযোগিতাই আইএমডিবি (ইন্টারনেট মুভি ডেটাবেইস) কর্তৃক স্বীকৃত। এ ছাড়া আরও কয়েকটি প্রতিযোগিতায় পাঠানো হয়েছে এই সিরিজটি। শিগগিরই সেসব প্রতিযোগিতা থেকেও ভালো খবর আসতে পারে। রিজওয়ান বলেন, ‘প্রতিযোগিতাগুলোতে বিভিন্ন দেশের ছবি সিরিজ সিলেকশন হয়। অনেক ধাপ পেরিয়ে সেরার তালিকায় আসতে হয়। এর মধ্যে আমার সিরিজটি এই প্রতিযোগিতাগুলোতে সেরার লড়াইয়ে আছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। বাংলা ভাষার একটি কনটেন্ট যে প্রতিযোগিতাগুলোতে লড়াই করতে পারছে, এটাই বড় পাওয়া।’

রণজয় বিষ্ণু ও দিপালী আক্তার তানিয়াসুখবরগুলো গত মাস থেকেই পাওয়া শুরু করেছেন পরিচালক জায়েদ রিজওয়ান। কিন্তু জানাতে চাইলেন সিরিজটি প্রকাশের পরে। এর কারণ ব্যাখ্যা করে অস্ট্রেলিয়াপ্রবাসী এই নির্মাতা বলেন, ‘ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম “ওয়াচো”তে গত সপ্তাহে প্রকাশ পায় সিরিজটি। আমি চাইনি দর্শক অনেক প্রত্যাশা নিয়ে সিরিজটি দেখুক। যদি প্রত্যাশামতো না বানাতে পারি, সেই ভয়টা তো ছিলই। সাধারণ দর্শকের পছন্দমতো না হলে এই প্রতিযোগিতা আমার কাছে গর্বের কারণ হতো না হয়তো। কিন্তু সাধারণ দর্শকও ব্যাপকভাবে পছন্দ করেছে। এখন আমি গর্ব করে বলতেও পারছি যে এই প্রতিযোগিতাগুলোতে লড়ছে ও পুরস্কৃত হচ্ছে।’

‘আঘাত’ সিরিজের শুটিংয়ে পরিচালক জায়েদ রিজওয়ানসাধারণ দর্শক পছন্দ করেছে কীভাবে বুঝতে পারলেন? রিজওয়ান বলেন, ‘ওয়াচো’র কর্মকর্তারাই বলছেন, তাঁরা খুব ভালো রেসপন্স পাচ্ছেন। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ থেকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রশংসা করছে।’

‘আঘাত’ পাঁচ পর্বের অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ। পরিচালক রিজওয়ান অ্যাকশন ফিল্ম বানানোয় সিদ্ধহস্ত। অস্ট্রেলিয়ায় ছবি নির্মাণের ওপর পড়াশোনা করেছেন। সেখানে তাঁর মেজর ছিল অ্যাকশন ফিল্ম। অস্ট্রেলিয়ায় একটা সময় নাম্বার ওয়ান টিভি সিরিজ ছিল ‘আন্ডারবেলি’। ওই সিরিজের সহকারী হিসেবে কাজ করেছেন রিজওয়ান। এরপর আরও বেশ কিছু টিভি সিরিজে সহকারী হিসেবে কাজ করেছেন। গত কয়েক বছরে অস্ট্রেলিয়ায় নির্মিত হলিউডের বেশ কিছু ছবির ট্রেইনি ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন এই বাংলাদেশি।

রণজয় বিষ্ণু ও ইরফান সাজ্জাদ‘আঘাত’ গল্পটা টেররিজম নিয়ে। বিশ্বের বিভিন্ন জায়গায় স্লিপার সেল (জঙ্গিদের গুপ্ত দল) তৈরি করে জঙ্গি সংগঠনগুলো। গল্পে দেখা যাবে কিছু অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি ও ভারতীয় স্লিপার সেলে যুক্ত হয়েছে। এই সেলটাকে খুঁজে বের করতে বাংলাদেশি একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। প্রথম অভিযানে একজন নারীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁর সূত্রে পাওয়া যায় জঙ্গিদের গোপন নকশা।

অস্ট্রেলিয়ায় নির্মাণ হয়েছে জায়েদ রিজওয়ান পরিচালিত সিরিজটি। বাংলা ও হিন্দি ভাষায় প্রকাশ হয়েছে। সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন মিয়া তারেক ও শাওন অরিজিত। সিরিজটির স্ক্রিপ্ট লিখেছেন তাহসান শুভ। সিরিজে অভিনয় করেছেন রণজয় বিষ্ণু, ইরফান সাজ্জাদ, দিপালী আক্তার তানিয়া, বিপাশা কবির, নাদিম আকারি, সাইফুল্লাহ সাদি, শাহিন শাহনেওয়াজসহ একঝাঁক বাংলাদেশ, ভারত ও অস্ট্রলিয়ার অভিনয়শিল্পী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত