Ajker Patrika

সজল-মাহির দ্বিতীয় ছবি ড্রাইভার

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৫: ০৭
সজল-মাহির দ্বিতীয় ছবি ড্রাইভার

২০১৬ সালে ‘হারজিৎ’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন আবদুন নূর সজল ও মাহিয়া মাহি। তবে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া ওই সময় ‘ভালো থেকো’ নামের আরেকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় মাঝপথে বন্ধ হয়ে যায় ‘হারজিৎ’-এর শুটিং। নির্মাতা বদিউল আলম খোকন নতুন প্রযোজক জোগাড় করে গত বছর উদ্যোগ নিয়েছিলেন ছবির কাজ শেষ করার। তবে এখনো ‘হারজিৎ’-এর ভাগ্যে ঝুলছে অনিশ্চয়তার সিলমোহর।

প্রথম ছবি মুক্তির আগেই সজল-মাহি জুটি যুক্ত হলেন আরেকটি ছবিতে। নাম ‘ড্রাইভার’। বানাবেন ইফতেখার চৌধুরী।

আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে ‘ড্রাইভার’-এর শুটিং। নির্মাতা জানিয়েছেন, সজল-মাহি ছাড়াও এতে অভিনয় করবেন মোশাররফ করিম। ওয়েব ছবিটি প্রযোজনা করছে বায়স্কোপ।

‘ড্রাইভার’ সজলের জন্য তো অবশ্যই, মাহির কাছেও গুরুত্বপূর্ণ ছবি। কারণ ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান মাহিয়া মাহি। এরপর ‘অগ্নি’র সিক্যুয়েল ‘অগ্নি ২’ ছবিটিও হয় ব্যবসাসফল। দীর্ঘ ছয় বছর পর আবার ইফতেখারের সঙ্গে কাজ করতে যাচ্ছেন মাহিয়া মাহি।

মাহি বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল ছবির পরিচালক ইফতেখার চৌধুরী। তাঁর সঙ্গে কাজ করার জন্য সব সময় প্রস্তুত।’ তবে নতুন ছবিটি আগের মতো অ্যাকশনে ভরপুর নয়। বরং সামাজিক ড্রামানির্ভর। বর্তমানে ছবির শুটিং শুরুর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন নির্মাতা দল।

অভিনেতা সজল বলেন, ‘এ ছবির বিষয়ে বিস্তারিত বলতে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এটুকু বলতে পারি, খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে। চমৎকার গল্প। আশা করছি, সবাই পছন্দ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত