ম্যাকবেথ ফিরে এল মন্দার হয়ে
নির্মাতা সবথেকে বড় খেলাটা খেলেছেন বিখ্যাত ‘থ্রি উইচেস’-এর রূপান্তর করে। এখানে তারা মা, ছেলে ও পোষ্য বিড়াল। কালো বিড়ালের জ্বলজ্বলে চোখ, মা ও ছেলের অদ্ভুত মেকআপ। আর তাদের সংলাপ বলার ভঙ্গি, এমনকি চালচলনও গা ছমছমে, যা পুরো ওয়েব সিরিজে এনে দিয়েছে অস্বস্তিকর উপস্থিতি।