Ajker Patrika

বদলে গেছে ভারতীয় কনটেন্ট

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৭: ১৮
বদলে গেছে ভারতীয় কনটেন্ট

গত বছর ভারতীয় ওয়েব কনটেন্টের বিষয় আর ধরনেও পরিবর্তন এসেছে। করোনার কারণে গত বছর বিশ্বব্যাপী বন্ধ ছিল সিনেমা হলগুলো। আর ঠিক সেই সময়টিতেই ওটিটি প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় হয়ে উঠেছে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে। প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় করোনাকালীন অধিকাংশ সিনেমাই স্ট্রিমিং হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। যার ধারাবাহিকতায় চলতি বছরও একঝাঁক হিন্দি সিনেমা স্ট্রিমিং হয়েছে ওটিটিতে। যদি আইএমডিবি র‍্যাঙ্কিংয়ের হিসাবেও বিচার করা হয়—ক্রমান্বয়ে ‘জয় ভীম’, ‘শেরশাহ’, ‘সূর্যবংশী’, ‘মাস্টার’, ‘সর্দার উধাম’, ‘কারনান’, ‘সিদ্ধত’, ‘দৃশ্যম ২’, ‘হাসিন দিলরুবা’ ছবিগুলো সবচেয়ে বেশি দর্শকের ভোট পেয়েছে। প্রথমটিসহ চারটি ছবিই দক্ষিণের। ভিউ হিসাবে ‘অতরাঙ্গি রে’, ‘শেরনি’, ‘মিমি’, ‘দ্য হোয়াইট টাইগার’, ‘বেল বটম’ ছবিগুলো ছিল আলোচনায়।

অন্যদিকে বছরে বহু সিরিজ মুক্তি পেয়েছে। সেই তালিকায় আছে ‘অ্যাসপিরেন্টস’, ‘ধিন্ডোরা’, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’, ‘দ্য লাস্ট আওয়ার’, ‘সানফ্লাওয়ার’, ‘ক্যান্ডি’, ‘রয়’, ‘গ্রহণ’, ‘নভেম্বর স্টোরি’ ইত্যাদি। আরও আলোচনা হয়েছে ‘আরণ্যক’, ‘তাণ্ডব’, ‘আজিব দস্তানস’, ‘আরিয়া ২’ ইত্যাদি।

গালিগালাজ, অশালীন আর ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াও যে গল্পনির্ভর ওয়েব সিরিজ জনপ্রিয় হয়, এ বছর তার প্রমাণ দিয়েছেন নির্মাতারা। দলিত সম্প্রদায়কে নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘জয় ভীম’ ছবিটি। খলনায়ক ছাড়া বাকি চরিত্রগুলোর নাম পর্যন্ত অবিকৃত রাখা হয়েছে। অন্যদিকে ‘অ্যাসপিরেন্টস’ সিরিজে ভারতের লাখ লাখ ইউপিএসসি পরীক্ষার্থীর সংগ্রামটা বাস্তবতার সঙ্গে তুলে ধরা হয়েছে।

সালতামামির অন্যান্য আয়োজন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত