জুলাই মাসে যাত্রা শুরুর পর থেকে প্রতি মাসে অরিজিনাল কনটেন্ট মুক্তি দিয়ে যাচ্ছে চরকি। সেই ধারাবাহিকতায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে এবারের গল্প হবে বাঙালির জেগে ওঠার, দ্রোহের, বিপ্লবের, প্রতিরোধের আর বিজয়ের। চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’ -এর দ্বিতীয় পর্ব ‘লাইটস, ক্যামেরা... অবজেকশন’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।
এই পর্বটি তৈরি হয়েছে এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ১৯৭০ সালের প্রেক্ষাপটে গল্পটি সাজানো। ওই সময় পাকিস্তানের সেন্সরবোর্ড কালজয়ী নির্মাতা জহির রায়হানের সিনেমা ‘জীবন থেকে নেয়া’ আটকে দেয়। এই গল্পের সিংহভাগ চরিত্র কাল্পনিক। তবে এতে জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, আমজাদ হোসেনের চরিত্রে মীর নওফেল আশরাফি জিসান এবং রাও ফরমান আলী চরিত্রে ইন্তেখাব দিনার।
সালেহ সোবহান অনীম পরিচালিত এই পর্বে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে গাজী রাকায়েত, অশোক বেপারী, অপর্ণা ঘোষসহ অনেককেই।
গল্পে দেখা যাবে পাকিস্তান সেন্সরবোর্ডের সামনে হাজির হয়েছেন একজন নির্মাতা। শিল্প এবং শিল্পী দুজনের উপরেই নেমে এসেছে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের খড়গ। নির্মাতা কি আপস মেনে নেবেন, নাকি রাষ্ট্রযন্ত্রের উজানে দেবেন সাঁতার?
পরিচালক সালেহ সোবহান অনীম বলেন,‘এই সিনেমাটা সংলাপ নির্ভর। সিনেমাটা ব্যক্তিগতভাবে খুব পছন্দের। সিনেমার আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং পর্যন্ত লেখকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সব মিলিয়ে অভিনেতারা শ্যুটিংয়ের সময় খুব বড় সাপোর্ট দিয়েছেন।’
প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন,‘চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ জাগো বাহে’র প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর দর্শকের মাঝে বিপুল সাড়া পেয়েছে। এ সপ্তাহে মুক্তি পাবে এই সিরিজের দ্বিতীয় পর্ব লাইটস, ক্যামেরা… অবজেকশন। সাস্কৃতিক মুক্তি আন্দোলনের জোড়ালো প্রতিবাদের এ গল্প আমাদের নতুন করে ভাবাবে। আশা করি, সালেহ সোবহান অনীমের এ নির্মাণ দর্শককে অণুপ্রাণিত করবে।
জুলাই মাসে যাত্রা শুরুর পর থেকে প্রতি মাসে অরিজিনাল কনটেন্ট মুক্তি দিয়ে যাচ্ছে চরকি। সেই ধারাবাহিকতায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে এবারের গল্প হবে বাঙালির জেগে ওঠার, দ্রোহের, বিপ্লবের, প্রতিরোধের আর বিজয়ের। চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’ -এর দ্বিতীয় পর্ব ‘লাইটস, ক্যামেরা... অবজেকশন’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।
এই পর্বটি তৈরি হয়েছে এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ১৯৭০ সালের প্রেক্ষাপটে গল্পটি সাজানো। ওই সময় পাকিস্তানের সেন্সরবোর্ড কালজয়ী নির্মাতা জহির রায়হানের সিনেমা ‘জীবন থেকে নেয়া’ আটকে দেয়। এই গল্পের সিংহভাগ চরিত্র কাল্পনিক। তবে এতে জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, আমজাদ হোসেনের চরিত্রে মীর নওফেল আশরাফি জিসান এবং রাও ফরমান আলী চরিত্রে ইন্তেখাব দিনার।
সালেহ সোবহান অনীম পরিচালিত এই পর্বে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে গাজী রাকায়েত, অশোক বেপারী, অপর্ণা ঘোষসহ অনেককেই।
গল্পে দেখা যাবে পাকিস্তান সেন্সরবোর্ডের সামনে হাজির হয়েছেন একজন নির্মাতা। শিল্প এবং শিল্পী দুজনের উপরেই নেমে এসেছে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের খড়গ। নির্মাতা কি আপস মেনে নেবেন, নাকি রাষ্ট্রযন্ত্রের উজানে দেবেন সাঁতার?
পরিচালক সালেহ সোবহান অনীম বলেন,‘এই সিনেমাটা সংলাপ নির্ভর। সিনেমাটা ব্যক্তিগতভাবে খুব পছন্দের। সিনেমার আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং পর্যন্ত লেখকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সব মিলিয়ে অভিনেতারা শ্যুটিংয়ের সময় খুব বড় সাপোর্ট দিয়েছেন।’
প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন,‘চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ জাগো বাহে’র প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর দর্শকের মাঝে বিপুল সাড়া পেয়েছে। এ সপ্তাহে মুক্তি পাবে এই সিরিজের দ্বিতীয় পর্ব লাইটস, ক্যামেরা… অবজেকশন। সাস্কৃতিক মুক্তি আন্দোলনের জোড়ালো প্রতিবাদের এ গল্প আমাদের নতুন করে ভাবাবে। আশা করি, সালেহ সোবহান অনীমের এ নির্মাণ দর্শককে অণুপ্রাণিত করবে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
২ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৮ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৯ ঘণ্টা আগে