জুলাই মাসে যাত্রা শুরুর পর থেকে প্রতি মাসে অরিজিনাল কনটেন্ট মুক্তি দিয়ে যাচ্ছে চরকি। সেই ধারাবাহিকতায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে এবারের গল্প হবে বাঙালির জেগে ওঠার, দ্রোহের, বিপ্লবের, প্রতিরোধের আর বিজয়ের। চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’ -এর দ্বিতীয় পর্ব ‘লাইটস, ক্যামেরা... অবজেকশন’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।
এই পর্বটি তৈরি হয়েছে এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ১৯৭০ সালের প্রেক্ষাপটে গল্পটি সাজানো। ওই সময় পাকিস্তানের সেন্সরবোর্ড কালজয়ী নির্মাতা জহির রায়হানের সিনেমা ‘জীবন থেকে নেয়া’ আটকে দেয়। এই গল্পের সিংহভাগ চরিত্র কাল্পনিক। তবে এতে জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, আমজাদ হোসেনের চরিত্রে মীর নওফেল আশরাফি জিসান এবং রাও ফরমান আলী চরিত্রে ইন্তেখাব দিনার।
সালেহ সোবহান অনীম পরিচালিত এই পর্বে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে গাজী রাকায়েত, অশোক বেপারী, অপর্ণা ঘোষসহ অনেককেই।
গল্পে দেখা যাবে পাকিস্তান সেন্সরবোর্ডের সামনে হাজির হয়েছেন একজন নির্মাতা। শিল্প এবং শিল্পী দুজনের উপরেই নেমে এসেছে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের খড়গ। নির্মাতা কি আপস মেনে নেবেন, নাকি রাষ্ট্রযন্ত্রের উজানে দেবেন সাঁতার?
পরিচালক সালেহ সোবহান অনীম বলেন,‘এই সিনেমাটা সংলাপ নির্ভর। সিনেমাটা ব্যক্তিগতভাবে খুব পছন্দের। সিনেমার আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং পর্যন্ত লেখকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সব মিলিয়ে অভিনেতারা শ্যুটিংয়ের সময় খুব বড় সাপোর্ট দিয়েছেন।’
প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন,‘চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ জাগো বাহে’র প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর দর্শকের মাঝে বিপুল সাড়া পেয়েছে। এ সপ্তাহে মুক্তি পাবে এই সিরিজের দ্বিতীয় পর্ব লাইটস, ক্যামেরা… অবজেকশন। সাস্কৃতিক মুক্তি আন্দোলনের জোড়ালো প্রতিবাদের এ গল্প আমাদের নতুন করে ভাবাবে। আশা করি, সালেহ সোবহান অনীমের এ নির্মাণ দর্শককে অণুপ্রাণিত করবে।
জুলাই মাসে যাত্রা শুরুর পর থেকে প্রতি মাসে অরিজিনাল কনটেন্ট মুক্তি দিয়ে যাচ্ছে চরকি। সেই ধারাবাহিকতায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে এবারের গল্প হবে বাঙালির জেগে ওঠার, দ্রোহের, বিপ্লবের, প্রতিরোধের আর বিজয়ের। চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘জাগো বাহে’ -এর দ্বিতীয় পর্ব ‘লাইটস, ক্যামেরা... অবজেকশন’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর।
এই পর্বটি তৈরি হয়েছে এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ১৯৭০ সালের প্রেক্ষাপটে গল্পটি সাজানো। ওই সময় পাকিস্তানের সেন্সরবোর্ড কালজয়ী নির্মাতা জহির রায়হানের সিনেমা ‘জীবন থেকে নেয়া’ আটকে দেয়। এই গল্পের সিংহভাগ চরিত্র কাল্পনিক। তবে এতে জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, আমজাদ হোসেনের চরিত্রে মীর নওফেল আশরাফি জিসান এবং রাও ফরমান আলী চরিত্রে ইন্তেখাব দিনার।
সালেহ সোবহান অনীম পরিচালিত এই পর্বে বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে গাজী রাকায়েত, অশোক বেপারী, অপর্ণা ঘোষসহ অনেককেই।
গল্পে দেখা যাবে পাকিস্তান সেন্সরবোর্ডের সামনে হাজির হয়েছেন একজন নির্মাতা। শিল্প এবং শিল্পী দুজনের উপরেই নেমে এসেছে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণের খড়গ। নির্মাতা কি আপস মেনে নেবেন, নাকি রাষ্ট্রযন্ত্রের উজানে দেবেন সাঁতার?
পরিচালক সালেহ সোবহান অনীম বলেন,‘এই সিনেমাটা সংলাপ নির্ভর। সিনেমাটা ব্যক্তিগতভাবে খুব পছন্দের। সিনেমার আইডিয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং পর্যন্ত লেখকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর সব মিলিয়ে অভিনেতারা শ্যুটিংয়ের সময় খুব বড় সাপোর্ট দিয়েছেন।’
প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন,‘চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ জাগো বাহে’র প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর দর্শকের মাঝে বিপুল সাড়া পেয়েছে। এ সপ্তাহে মুক্তি পাবে এই সিরিজের দ্বিতীয় পর্ব লাইটস, ক্যামেরা… অবজেকশন। সাস্কৃতিক মুক্তি আন্দোলনের জোড়ালো প্রতিবাদের এ গল্প আমাদের নতুন করে ভাবাবে। আশা করি, সালেহ সোবহান অনীমের এ নির্মাণ দর্শককে অণুপ্রাণিত করবে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৪ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২০ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২০ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২০ ঘণ্টা আগে