Ajker Patrika

শারমিন রিমা হত্যার ঘটনা নিয়ে ওয়েব সিরিজ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১: ০৯
শারমিন রিমা হত্যার ঘটনা নিয়ে ওয়েব সিরিজ

১৯৮৯ সালের ঘটনা। বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে খুন হন শারমিন রিমা। চট্টগ্রাম থেকে ফেরার পথে স্বামী মুনির হোসেন তাঁকে হত্যা করে নারায়ণগঞ্জের মিজমিজি গ্রামের কাছে ফেলে আসেন। পরবর্তী সময়ে রিমার লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হন মুনির। খ্যাতনামা ডাক্তার বাবা-মায়ের সন্তান ছিলেন মুনির। হোসনে আরা খুকু নামে একজনের সঙ্গে ছিল তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক। হত্যাকাণ্ডে প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার হন খুকুও।

নিম্ন আদালতে মুনির ও খুকু দুজনেরই ফাঁসির রায় হলেও উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে খুকুকে খালাস দেওয়া হয়। হত্যাকাণ্ডের চার বছর পর মুনিরের ফাঁসি কার্যকর হয় ১৯৯৩ সালের ২৭ জুলাই। নব্বইয়ের দশকের ভীষণ আলোচিত ঘটনা এটি। এ হত্যাকাণ্ড নিয়ে ওই সময় পত্রপত্রিকায় বিস্তর লেখালেখি হয়েছে, তৈরি হয়েছে গান, পথে-ঘাটে-ট্রেনে-বাসে সেসব গান গেয়ে বই বিক্রি করেছেন ফেরিওয়ালারা।

শারমিন রিমা হত্যাকাণ্ডের এ ঘটনা এবার আসছে ওয়েব সিরিজের গল্প হয়ে। নির্মাতা কৌশিক শংকর দাস ওই ঘটনার আলোকে তৈরি করেছেন ওয়েব সিরিজ ‘৯ এপ্রিল’। ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে।

তবে ওয়েব সিরিজে বদলে গেছে চরিত্রের নাম। মুনির চৌধুরীর বদলে ‘মাহের’, খুকুর বদলে ‘কুহু’, আর রিমা নাম বদলে রাখা হয়েছে রিনি। এতে মাহের চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, কুহু চরিত্রে আছেন জাকিয়া বারী মম। হত্যার শিকার হওয়া রিনি চরিত্রে দেখা যাবে তমা মির্জাকে। ‘৯ এপ্রিল’ সিরিজে আরও আছেন ত্রপা মজুমদার ও সাদিকা স্বর্ণা।

মম বলেন, ‘ঘটনা পুরনো হলেও চরিত্রগুলো ঢেলে সাজিয়েছেন নির্মাতা। চেষ্টা করেছি পরিচালকের চাহিদা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে।’

সোহেল মণ্ডল বলেন, ‘সত্য ঘটনার গল্প বলেই চরিত্রগুলো নিয়ে ভাবতে হয়েছে বিস্তর। সবাই মিলে চেষ্টা করেছি একটি ভালো সিরিজ উপহার দেওয়ার।’

নির্মাতা কৌশিক শংকর দাস জানিয়েছেন, সত্য ঘটনার আদলে নির্মিত হলেও এ সিরিজের গল্প গড়িয়েছে মাহের চরিত্র গ্রেপ্তার হওয়া পর্যন্ত। বিচারকাজ কিংবা তার ফাঁসি দেখা যাবে না সিরিজে। মূলত চরিত্রগুলোর মানসিক দিক দেখানোর ওপর জোর দিয়েছেন নির্মাতা। আগামী বছরের শুরুর দিকে ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’-এ দেখা যাবে ‘৯ এপ্রিল’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...