Ajker Patrika

রাজশাহীর ১৩৭ অভিনয়শিল্পী নিয়ে ওয়েব সিরিজ

বিনোদন প্রতিবেদন, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১১: ০৩
রাজশাহীর ১৩৭ অভিনয়শিল্পী নিয়ে ওয়েব সিরিজ

সীমান্তে প্রতিদিন কত ঘটনা ঘটে যায়, যার অনেক ঘটনা থেকে যায় লোকচক্ষুর আড়ালে। রাজশাহীর এক এলাকার কিশোর গ্যাং আরেক এলাকার মাদক কারবারির একচেটিয়া আধিপত্যে বড়সড় বাধা সৃষ্টি করে। কিশোর গ্যাংকে ধরার জন্য বিশ্বস্ত এক তদন্ত কর্মকর্তাকে কাজে লাগায় প্রভাবশালী মাদক কারবারি। সাপলুডুর মতো এক অদ্ভুত কাটাকুটি খেলার শুরু হয়।

রাজশাহী অঞ্চলের এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ ‘শাটিকাপ’, যা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে আজ। প্রথম সিজনে দর্শকেরা পাচ্ছেন ৮টি পর্ব।

আহসাবুল ইয়ামিন রিয়াদ, ওমর মাসুম, অমিত রুদ্র, নাজমুস সাকিব, গালিব সর্দারসহ মোট ১৩৭ জন এতে অভিনয় করেছেন। যাঁদের প্রত্যেকেই রাজশাহীর স্থানীয় বসিন্দা। এই সাধারণ মানুষদের নিয়ে অসাধারণ এক থ্রিলার তৈরি করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। তাওকীর নিজেও রাজশাহীর সন্তান। পড়াশোনা করেছেন দিল্লির এশিয়ান স্কুল অব মিডিয়া স্টাডিজ থেকে।

পরিচালক তাওকীর বলেন, ‘আমরা যখন সিরিজটি বানাচ্ছিলাম তখন জানতাম না এটা কোথায় যাবে, কীভাবে মানুষ দেখবে। আনন্দ পাচ্ছিলাম তাই কাজটা করছিলাম।’

সিরিজটির প্রিমিয়ারও হচ্ছে রাজশাহীতেই। আজ বেলা ৩টায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে হবে প্রিমিয়ার। আর রাত ৮টা নাগাদ উন্মুক্ত হবে চরকিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত