ঘরেই বিনোদন
এইচবিও চ্যানেলটির কথা মনে আছে নিশ্চয়ই। এইচবিও এর ইলাবরেশন ছিল, হোম বক্স অফিস। বিজ্ঞাপন ছাড়া সিনেমা দেখানোর জন্য জনপ্রিয় ছিল চ্যানেলটি। এখনো আছে অবশ্য। কোথাও কোথাও দেখা যায়, কোথাও যায় না। এইচবিও-র মতো এখন অনেকগুলো বক্স অফিস চলে গেছে ঘরে ঘরে। সেসবে এখন সিনেমার সঙ্গে দেখা যায় ওয়েব সিরিজ আর ডকুমেন্টারি।