Ajker Patrika

চিত্রনাট্যকার হিসেবে অভিষেক হচ্ছে শাহরুখপুত্রের

আপডেট : ০২ মার্চ ২০২২, ১৭: ২২
চিত্রনাট্যকার হিসেবে অভিষেক হচ্ছে শাহরুখপুত্রের

বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের—এমন গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। শাহরুখভক্তরা ভেবেছিলেন হয়তো বাবার মতো অভিনয় করবেন ছেলে আরিয়ানও। কিন্তু পর্দার সামনে নয়, পেছনে কাজ করছেন শাহরুখপুত্র। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন আরিয়ান। বেশ কয়েকটি ছবির আইডিয়া নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন তিনি। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের একটি ওয়েব সিরিজের লেখক হিসেবে কাজ করছেন তিনি। আর এটি দিয়েই পর্দার নেপথ্যে কাজের অভিষেক হচ্ছে আরিয়ানের। 
 
শাহরুখের সঙ্গে আরিয়ান ও সুহানাআমাজন প্রাইমের ওয়েব সিরিজের পাশাপাশি অন্য একটি ফিচার ফিল্মের কাজ করছেন আরিয়ান। এটি প্রযোজনা করবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ওয়েব সিরিজটি হতে চলেছে একটি থ্রিলার। যদিও ছবির বিষয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সব ঠিকঠাক থাকলে এ বছরই শুরু হতে পারে ওয়েব সিরিজের শুটিং পর্ব। আপাতত চলছে চিত্রনাট্যের কাজ, ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা মাথায় রেখেই লেখা হচ্ছে স্ক্রিপ্ট। 

এদিকে শাহরুখকন্যা সুহানা খান বলিউডে অভিনয় শুরু করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। আর্চি কমিকস অবলম্বনে ছবি বানাতে চলেছেন স্বনামধন্য বলিউড নির্মাতা জোয়া আখতার। শোনা যায়, নেটফ্লিক্সের এই ছবি দিয়েই আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশ কয়েকজন স্টারকিডস। সম্প্রতি জোয়া আখতারের অফিস থেকে বের হতে দেখা যায় সুহানাকে। ধারণা করা হচ্ছে, এই ছবি দিয়েই চলচ্চিত্রে নাম লেখাবেন সুহানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত