সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দু-জনের নামই সাবরিনা। এই দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে হইচই অরিজিনাল ওয়েব সিরিজ ‘সাবরিনা’তে। এ দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও মেহ্জাবীন চৌধুরী। সিরিজটি বানিয়েছেন আশফাক নিপুণ।
নারীকেন্দ্রিক গল্প। তাই ৮ মার্চ বিশ্ব নারী দিবসে প্রকাশ করা হলো সিরিজটির টিজার। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে ছিলেন কেন্দ্রীয় চরিত্রের দুই অভিনেত্রী— অর্ষা ও মেহ্জাবীন, রুনা খান এবং নির্মাতা আশফাক নিপুণ। ওয়েব সিরিজ ‘সাবরিনা’র মাধ্যমে হইচই-এর সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলেন অর্ষা ও মেহ্জাবীন।
টিজার থেকেই একটি ভিন্নধর্মী গল্পের প্রতিশ্রুতি পাওয়া গেল। টিজারেই শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। পরবর্তী সময়ে এটি যে প্রকৃতপক্ষে আমাদের সমাজের প্রতিটি নারীর গল্প, সেটিই তুলে ধরা হয়। এ সিরিজে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।
নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘অনেক কারণে সাবরিনা আমার কাছে বিশেষ কিছু। প্রথমত, নারীকেন্দ্রিক একটি গল্প বলা যা ওয়েব সিরিজের জগতে খুব বেশি প্রচলিত নয়। কেন্দ্রীয় চরিত্রে শক্তিমান দুই অভিনয়শিল্পীকে পাওয়া আর হইচই-এর সাথে আবারও কাজ করা তো আছেই। আমার বিশ্বাস, দর্শক এর আগে হইচই-এ আমার কাজগুলো যেভাবে সাদরে গ্রহণ করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না।’
মেহজাবীন চৌধুরী বলেন, ‘সাবরিনা আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তব চিত্র তুলে ধরেছে। এই সিরিজটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভুতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে, যা প্রকৃতপক্ষে শুধু একজন নারী নয় বরং আমাদের সমাজের সব নারীর গল্প।’
নাজিয়া হক অর্ষারও হইচই-এর সঙ্গে এটি প্রথম কাজ। তিনি বলেন, ‘সাবরিনাতে কাজ করা একটি দারুণ অভিজ্ঞতা। গল্পটি মানবিক আবেগকে নাড়া দেওয়ার মত। অনেক কিছু শেখার ছিল আমার জন্য।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিরিজটি।
দেখুন ‘সাবরিনা’ ওয়েব সিরিজের টিজার:
সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারী, দু-জনের নামই সাবরিনা। এই দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে সমাজের সকল নারীর অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে হইচই অরিজিনাল ওয়েব সিরিজ ‘সাবরিনা’তে। এ দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও মেহ্জাবীন চৌধুরী। সিরিজটি বানিয়েছেন আশফাক নিপুণ।
নারীকেন্দ্রিক গল্প। তাই ৮ মার্চ বিশ্ব নারী দিবসে প্রকাশ করা হলো সিরিজটির টিজার। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে ছিলেন কেন্দ্রীয় চরিত্রের দুই অভিনেত্রী— অর্ষা ও মেহ্জাবীন, রুনা খান এবং নির্মাতা আশফাক নিপুণ। ওয়েব সিরিজ ‘সাবরিনা’র মাধ্যমে হইচই-এর সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলেন অর্ষা ও মেহ্জাবীন।
টিজার থেকেই একটি ভিন্নধর্মী গল্পের প্রতিশ্রুতি পাওয়া গেল। টিজারেই শুরুতে দুই সাবরিনাকে পর্দায় দেখা যায়। পরবর্তী সময়ে এটি যে প্রকৃতপক্ষে আমাদের সমাজের প্রতিটি নারীর গল্প, সেটিই তুলে ধরা হয়। এ সিরিজে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী এবং সৈয়দ জামান শাওন।
নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘অনেক কারণে সাবরিনা আমার কাছে বিশেষ কিছু। প্রথমত, নারীকেন্দ্রিক একটি গল্প বলা যা ওয়েব সিরিজের জগতে খুব বেশি প্রচলিত নয়। কেন্দ্রীয় চরিত্রে শক্তিমান দুই অভিনয়শিল্পীকে পাওয়া আর হইচই-এর সাথে আবারও কাজ করা তো আছেই। আমার বিশ্বাস, দর্শক এর আগে হইচই-এ আমার কাজগুলো যেভাবে সাদরে গ্রহণ করেছে, এবারও তার ব্যতিক্রম হবে না।’
মেহজাবীন চৌধুরী বলেন, ‘সাবরিনা আমাদের সামাজিক প্রেক্ষাপটের বাস্তব চিত্র তুলে ধরেছে। এই সিরিজটি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। অভিনয়শিল্পী হিসেবে আমি সব সময়ই একজন নারীর অনুভুতিকে প্রাধান্য দেয় এমন চিত্রনাট্যে কাজ করতে চাই। সাবরিনাতে এমন একটি গল্প বলা হয়েছে, যা প্রকৃতপক্ষে শুধু একজন নারী নয় বরং আমাদের সমাজের সব নারীর গল্প।’
নাজিয়া হক অর্ষারও হইচই-এর সঙ্গে এটি প্রথম কাজ। তিনি বলেন, ‘সাবরিনাতে কাজ করা একটি দারুণ অভিজ্ঞতা। গল্পটি মানবিক আবেগকে নাড়া দেওয়ার মত। অনেক কিছু শেখার ছিল আমার জন্য।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিরিজটি।
দেখুন ‘সাবরিনা’ ওয়েব সিরিজের টিজার:
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৮ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে