নেটফ্লিক্সের সাড়াজাগানো সিরিজ ‘সেক্রেড গেমস’। প্রথম সিজনের অকল্পনীয় সাফল্যের পর তৈরি হয় দ্বিতীয় সিজনও। অনেকে এ সিরিজের তৃতীয় সিজনের অপেক্ষায় আছেন। তাঁদের জন্য খারাপ খবর— আসছে না ‘সেক্রেড গেমস’-এর আর কোনো মৌসুম। এ খবর জানিয়েছেন সিরিজের অন্যতম পরিচালক অনুরাগ কাশ্যপ।
যে কারণে তৃতীয় সিজন না আসার খবর জানাতে হলো নির্মাতাকে, সেটি খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিজ্ঞাপন। যেখানে দেখা গেছে, সেক্রেড গেমসের নতুন সিজনের জন্য অভিনেত্রী খুঁজছেন এক কাস্টিং ডিরেক্টর।
বিজ্ঞাপনটিতে লেখা আছে, ২০ থেকে ২৮, ৩০ থেকে ৪০ ও পঞ্চাশোর্ধ—এই তিন বয়সের অভিনেত্রী দরকার সেক্রেড গেমসে অভিনয়ের জন্য। নতুন সিরিজে নাকি একাধিক সাহসী দৃশ্য থাকবে! তাই গল্পের প্রয়োজনে অভিনেত্রীদেরও সাহসী হতে হবে!
বিজ্ঞাপনটি চোখে পড়েছে নির্মাতা অনুরাগ কাশ্যপের। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সবাইকে সাবধান করলেন তিনি। জানিয়ে দিলেন, বিজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া। সেক্রেড গেমসের তৃতীয় সিজনের কোনো পরিকল্পনাই নেই তাঁদের।
অনুরাগ কাশ্যপ বলেন, ‘রাজবীর নামের ওই কাস্টিং ডিরেক্টর একেবারেই ভুয়া। এই খবরও মিথ্যে। সেক্রেড গেমস থ্রি নিয়ে কোনো পরিকল্পনা নেই। এই বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। এদের থেকে দূরত্ব বজায় রাখুন।’
নেটফ্লিক্সের সাড়াজাগানো সিরিজ ‘সেক্রেড গেমস’। প্রথম সিজনের অকল্পনীয় সাফল্যের পর তৈরি হয় দ্বিতীয় সিজনও। অনেকে এ সিরিজের তৃতীয় সিজনের অপেক্ষায় আছেন। তাঁদের জন্য খারাপ খবর— আসছে না ‘সেক্রেড গেমস’-এর আর কোনো মৌসুম। এ খবর জানিয়েছেন সিরিজের অন্যতম পরিচালক অনুরাগ কাশ্যপ।
যে কারণে তৃতীয় সিজন না আসার খবর জানাতে হলো নির্মাতাকে, সেটি খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিজ্ঞাপন। যেখানে দেখা গেছে, সেক্রেড গেমসের নতুন সিজনের জন্য অভিনেত্রী খুঁজছেন এক কাস্টিং ডিরেক্টর।
বিজ্ঞাপনটিতে লেখা আছে, ২০ থেকে ২৮, ৩০ থেকে ৪০ ও পঞ্চাশোর্ধ—এই তিন বয়সের অভিনেত্রী দরকার সেক্রেড গেমসে অভিনয়ের জন্য। নতুন সিরিজে নাকি একাধিক সাহসী দৃশ্য থাকবে! তাই গল্পের প্রয়োজনে অভিনেত্রীদেরও সাহসী হতে হবে!
বিজ্ঞাপনটি চোখে পড়েছে নির্মাতা অনুরাগ কাশ্যপের। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সবাইকে সাবধান করলেন তিনি। জানিয়ে দিলেন, বিজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া। সেক্রেড গেমসের তৃতীয় সিজনের কোনো পরিকল্পনাই নেই তাঁদের।
অনুরাগ কাশ্যপ বলেন, ‘রাজবীর নামের ওই কাস্টিং ডিরেক্টর একেবারেই ভুয়া। এই খবরও মিথ্যে। সেক্রেড গেমস থ্রি নিয়ে কোনো পরিকল্পনা নেই। এই বিজ্ঞাপনের ফাঁদে পা দেবেন না। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। এদের থেকে দূরত্ব বজায় রাখুন।’
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
১ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
২ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
৫ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
৬ ঘণ্টা আগে