বড়পর্দায় তিনি সকলের প্রিয় ‘ধক ধক’ গার্ল। এবার ওটিটি পা রাখতে চলেছেন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সে আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ। আজ বৃহস্পতিবার দেখা মিলল সিরিজের প্রথম ঝলকের। নাম ‘দ্য ফেম গেম’।
সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের চরিত্রে রয়েছেন মাধুরী। পরিচালনায় বিজয় নাম্বিয়ার ও কারিশমা কোহলি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মানব কল, সঞ্জয় কাপুর, সুহাসিনী মুলে, মুসকান জাফরি প্রমুখ। ইনস্টাগ্রামে নিজের এই সিরিজের পোস্টার শেয়ার করেছেন মাধুরী। লিখেছেন, ‘ওর দুনিয়া অদ্ভুত ধরনের। তার কাহিনিও অজানা। কিন্তু এবার সে দুনিয়ার কাছে নিজের গল্প নিয়ে আসছে।’
মাধুরি জানান, ‘দ্য ফেম গেম’ সিরিজটি প্রিমিয়ার হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, শুধুমাত্র নেটফ্লিক্সে। প্রথমে মাধুরীর এই সিরিজের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্ডিং অনামিকা’। এবার নাম বদলে রাখা হয়েছে ‘দ্য ফেম গেম’। অনামিকা আনন্দের চরিত্রে মাধুরী। যে এক সুপারস্টার। তাঁকে ঘিরেই আবর্তিত হবে কাহিনি। সিরিজে আচমকাই উধাও হয়ে যায় অনামিকা। এরপর তাঁকে খুঁজে বের করতে গিয়ে পুলিশ ও ঘনিষ্ঠদের হাতে আসে কিংবদন্তি অভিনেত্রীর জীবনের বহু অজানা কথা।
বলিউড দর্শকদের একাধিক বক্স অফিস কাঁপানো ছবি উপহার দিয়েছিলেন মাধুরী। হিন্দি ও মারাঠি ভাষায় তার অভিনীত ছবিগুলো এখনও দর্শকের মনে দাগ কাটে। সম্প্রতি, এক নাচের রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা মিলেছে এই বলিউড অভিনেত্রীর। এবার ওটিটিতে দেখা যাবে। দুই বছর আগে এই অভিনেত্রীকে সর্বশেষ ‘কলঙ্ক’ ছবিতে দেখা গেছে।
বড়পর্দায় তিনি সকলের প্রিয় ‘ধক ধক’ গার্ল। এবার ওটিটি পা রাখতে চলেছেন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সে আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ। আজ বৃহস্পতিবার দেখা মিলল সিরিজের প্রথম ঝলকের। নাম ‘দ্য ফেম গেম’।
সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের চরিত্রে রয়েছেন মাধুরী। পরিচালনায় বিজয় নাম্বিয়ার ও কারিশমা কোহলি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মানব কল, সঞ্জয় কাপুর, সুহাসিনী মুলে, মুসকান জাফরি প্রমুখ। ইনস্টাগ্রামে নিজের এই সিরিজের পোস্টার শেয়ার করেছেন মাধুরী। লিখেছেন, ‘ওর দুনিয়া অদ্ভুত ধরনের। তার কাহিনিও অজানা। কিন্তু এবার সে দুনিয়ার কাছে নিজের গল্প নিয়ে আসছে।’
মাধুরি জানান, ‘দ্য ফেম গেম’ সিরিজটি প্রিমিয়ার হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, শুধুমাত্র নেটফ্লিক্সে। প্রথমে মাধুরীর এই সিরিজের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্ডিং অনামিকা’। এবার নাম বদলে রাখা হয়েছে ‘দ্য ফেম গেম’। অনামিকা আনন্দের চরিত্রে মাধুরী। যে এক সুপারস্টার। তাঁকে ঘিরেই আবর্তিত হবে কাহিনি। সিরিজে আচমকাই উধাও হয়ে যায় অনামিকা। এরপর তাঁকে খুঁজে বের করতে গিয়ে পুলিশ ও ঘনিষ্ঠদের হাতে আসে কিংবদন্তি অভিনেত্রীর জীবনের বহু অজানা কথা।
বলিউড দর্শকদের একাধিক বক্স অফিস কাঁপানো ছবি উপহার দিয়েছিলেন মাধুরী। হিন্দি ও মারাঠি ভাষায় তার অভিনীত ছবিগুলো এখনও দর্শকের মনে দাগ কাটে। সম্প্রতি, এক নাচের রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা মিলেছে এই বলিউড অভিনেত্রীর। এবার ওটিটিতে দেখা যাবে। দুই বছর আগে এই অভিনেত্রীকে সর্বশেষ ‘কলঙ্ক’ ছবিতে দেখা গেছে।
শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে সবচেয়ে বড় নাম লি জি উন। সারা বিশ্ব যাঁকে চেনে আই ইউ নামে। ২০০৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সংগীতের দুনিয়ায় পা রাখেন। গত দেড় যুগে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী সংগীতশিল্পী।
১ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
১২ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১৩ ঘণ্টা আগে