Ajker Patrika

এবার ওয়েব সিরিজে স্পর্শিয়া

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১০: ৪১
এবার ওয়েব সিরিজে স্পর্শিয়া

নতুন ছবি ‘জলকিরণ’-এ অভিনয় করবেন অর্চিতা স্পর্শিয়া। পাশাপাশি প্রথমবারের মতো অভিনয় করছেন দুটি ওয়েব সিরিজে। সম্প্রতি শুটিং শেষ করলেন ওয়েব সিরিজ ‘দ্য হলি গান সিজন-১’-এর। এতে তাঁর বিপরীতে রয়েছেন শাহেদ শরীফ খান। নির্মাণ করছেন ইয়াসির আরাফাত জুয়েল। এ সিরিজের শুটিং হয়েছে উত্তরায়। স্পর্শিয়া বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। এতে আমি অভিনয় করেছি শাহেদ শরীফ খানের প্রেমিকার চরিত্রে। এটি একটি অ্যাকশন থ্রিলার সিরিজ। নানা ধরনের বক্তব্য আর বার্তা দেওয়া হয়েছে এতে।’ এ ছাড়া ‘নিখোঁজ’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন স্পর্শিয়া। এই সিরিজটি তৈরি হচ্ছে চরকির জন্য।

ওয়েব কনটেন্টের পাশাপাশি সম্প্রতি ‘জলকিরণ’ নামে একটি ছবিতে অভিনয় করবেন স্পর্শিয়া। ছবিটি পরিচালনা করছেন এইচ আর হাবিব। ২ জানুয়ারি রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় ছবির ফার্স্টলুক প্রকাশ করা হয়। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

স্পর্শিয়া বলেন, ‘ছবির গল্প ভাবনাটা অভিনব। সময়োপযোগী বলা যায়। এ দেশের দর্শকের জন্য নতুন ফিলোসফি নিয়ে আসবে ‘জলকিরণ’। আশা করছি, সবাই মিলে একটি ভালো ছবি উপহার দিতে পারব। মার্চে এই ছবির শুটিং শুরু হবে।’

সায়েন্স ফিকশন ঘরানার গল্প হলেও ‘জলকিরণ’ মূলত শিশুতোষ ছবি। স্যাটায়ারের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত