ফাইনালে ভারতের ওপর অটুট আস্থা রোহিতের
সব সিলিন্ডারের ছিপি খুলে দিয়ে যেন আকাশে উড়ছে ভারত! কি ব্যাটিং, কি বোলিং, কি ফিল্ডিং—কোনো বিভাগেই কমতি নেই দলটির। ১০০-তে ১০০ নম্বর পেয়েই ফাইনালে উঠেছে ভারত। ভারতীয় দলের এই উদ্ভাসিত পারফরম্যান্সের রহস্য কী? ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার উত্তর, ‘টিমওয়ার্ক’।