সাক্ষাৎকার /ভালো করতে হবে, দলের অধিনায়ক কে, তাতে যায়-আসে না
শুক্রবার সকালে মিরপুরে মেহেদী হাসান মিরাজের বাসায় যখন এই সাক্ষাৎকার নেওয়া হয়, তিনি তখন তৈরি হচ্ছেন কলম্বোর ফ্লাইট ধরার। শরীরে জ্বর, তবু তাঁর ইতিবাচক অভিব্যক্তি। যেকোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকাই মিরাজের বড় গুণ। রওনা দেওয়ার আগে দেওয়া বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়কের সাক্ষাৎজুড়ে থাকল নতুন...