Ajker Patrika

ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগমুহূর্তে আইসিসির শাস্তি পেল উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ জুন ২০২৫, ১৬: ৫৫
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই আইসিসির শাস্তি পেল ওয়েস্ট ইন্ডিজ। ছবি: ক্রিকইনফো
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই আইসিসির শাস্তি পেল ওয়েস্ট ইন্ডিজ। ছবি: ক্রিকইনফো

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজের এখন বাকি দুই ওয়ানডে জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় কার্ডিফে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি পেল উইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে বলে আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে। শাই হোপের নেতৃত্বাধীন উইন্ডিজ দলকে এই শাস্তি দিয়েছেন আইসিসির এমিরেটাস প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। বার্মিংহামে ২৯ মে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজ নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছে বলে অভিযোগ ওঠে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা ও মার্টিন স্যাগার্স, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার গ্রাহাম লয়েড এই অভিযোগ এনেছেন। ক্যারিবীয় অধিনায়ক হোপ অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে শুনানির দরকার পড়েনি।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান করে ইংল্যান্ড। কোনো সেঞ্চুরি ছাড়া ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড এটি। সেই ম্যাচে উইন্ডিজ ২৬.২ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায়। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন জ্যাকব বেথেল। ৫৩ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮২ রান করেন তিনি। ২.৪ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ১ উইকেট।

কার্ডিফে আজ দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ১ উইকেটে ৫৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ উইন্ডিজ জিতলে সিরিজ সমতায় ফিরবে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পরশু লন্ডনের দ্য ওভালে মুখোমুখি হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত