Ajker Patrika

না ফেরার দেশে ভারতের সাবেক ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ জুন ২০২৫, ১৭: ০০
না ফেরার দেশে চলে গেলেন দিলীপ দোশী। ছবি: ক্রিকইনফো
না ফেরার দেশে চলে গেলেন দিলীপ দোশী। ছবি: ক্রিকইনফো

৭৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার দিলীপ দোশী। লন্ডনে গতকাল মারা গেছেন তিনি। দীর্ঘ কয়েক দশক ধরে লন্ডনে বসবাস করছিলেন ভারতের এই সাবেক ক্রিকেটার।

ক্রিকইনফো গত রাতে জানিয়েছে, হৃদ্‌রোগের কারণে লন্ডনে মারা গেছেন দিলীপ। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট শোকে স্তব্ধ হয়ে পড়েছে। ভারতের আরেক বাঁহাতি স্পিনার সুনীল যোশি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না। আমরা গত বুধবার কথা বলেছি। তখনো তাঁকে (দিলীপ) ভালো মনে হয়েছিল। দিলীপ দোশী স্যারের মৃত্যুতে মারাত্মকভাবে ব্যথিত। মাঠে সত্যিকারের কিংবদন্তি। তিনি আমার কাছে ছিলেন অনেক কিছু। নয়ন ও দোশী পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা।’ দিলীপের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন যোশি। দিলীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রবি শাস্ত্রী, ভিভিএস লক্ষ্মণরাও।

১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে ৩২ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল দিলীপের। ১৯৮৩ পর্যন্ত ৪ বছরের ক্যারিয়ারে ৩৩ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছিলেন তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে নিয়েছিলেন ১১৪ উইকেট, যার মধ্যে ছয়বার ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন। ওয়ানডেতে ৩.৯৬ ইকোনমিতে নিয়েছিলেন ২২ উইকেট। ভারত ও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এই বাঁহাতি স্পিনার খেলেছিলেন সৌরাষ্ট্র, বেঙ্গল, ওয়ারউইকশায়ার ও নটিংহামশায়ারের হয়ে।

১৯৮৩ সালে ক্রিকেট থেকে অনেকটা নীরবে-নিভৃতি সরে গিয়েছিলেন দিলীপ। যেভাবে ভারতীয় ক্রিকেট চলছিল, তাতে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তিনি। ২০০৮ সালে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় এই স্পিনার বলেছিলেন, ‘একরকম বুদ্ধির লড়াই হচ্ছে স্পিন বোলিং।’ ক্রিকেট নিয়ে জীবদ্দশায় আত্মজীবনীমূলক বই ‘স্পিন পাঞ্চ’ লিখেছিলেন। সেখানে তাঁর ক্রিকেট ক্যারিয়ারের গল্প রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

৩৬ বার অপারেশন, অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোনের শিক্ষার্থী নাভিদ

আজকের রাশিফল: মুখটা সামলে রাখুন, শত্রুরা ফেসবুক পোস্টে প্রচুর হা হা দেবে

এলাকার খবর
Loading...