ক্রীড়া ডেস্ক
কোচ হিসেবে স্টুয়ার্ট ল বেশ অভিজ্ঞ। ২০১১-১২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ছিলেন তিনি। ১৩ বছর আগে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়া এই অস্ট্রেলিয়ান এখন নেপালের কোচ। ল কোচ হওয়ার তিন মাসের মধ্যে ইতিহাস রচনা করল নেপাল।
এ বছরের মার্চের শেষ দিকে লকে কোচ হিসেবে নিয়োগ দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (ক্যান)। সদ্য নিয়োগ পাওয়া এই কোচের অধীনে গতকাল ডান্ডিতে নিজেদের পুরোনো রেকর্ড ভাঙল নেপাল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টুতে স্কটল্যান্ডের দেওয়া ২৯৭ রান তাড়া করে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেল নেপাল। ওয়ানডে ইতিহাসে এটা নেপালের সর্বোচ্চ রান তাড়া করে জয়। সর্বোচ্চ রান তাড়া করে নেপালের এর আগে জয়ের কীর্তি ছিল ২০২৩ সালে। এশিয়ার দলটি কীর্তিপুরে দুই বছর আগে নামিবিয়ার বিপক্ষে রান তাড়া করে ৮ উইকেটে ২৮৭ রান করেছিল।
স্কটল্যান্ডের বিপক্ষে গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। শার্লি টিয়ার (৮০) ও ফিনলে ম্যাকক্রিথের (৫৫) জোড়া ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রান করে স্কটল্যান্ড। জয়ের লক্ষ্যে নেমে নেপাল ওভারপ্রতি ৬-এর বেশি রানরেটে খেললেও ২ উইকেট হারিয়ে ফেলে। ১২.৪ ওভারে ২ উইকেটে ৭৮ রানে পরিণত হয় দলটি। এমন অবস্থায় ব্যাটিংয়ে নামেন দলপতি রোহিত। তৃতীয় উইকেটে ভিম শার্কি ও রোহিত গড়েন ৯৬ বলে ৭৪ রানের জুটি। ২৯তম ওভারের চতুর্থ বলে শার্কি আউট হওয়ার পরই ধস নামে নেপালের ইনিংসে। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ৩৮.২ ওভারে ৭ উইকেটে ১৯২ রানে পরিণত হয় দলটি।
হাতে ৩ উইকেট নিয়ে শেষ ৭০ বলে ১০৫ রান করা নেপালের কাছে এভারেস্ট জয়ের চেয়েও বড় কিছু। এমন অবস্থায় অসাধ্য সাধন করেন ৯ নম্বরে নামা করন কেসি। ৪১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নেপাল ১ বল হাতে রেখে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে নতুন রেকর্ড গড়ে। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন করন।
বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো দলকেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে লয়ের। তাঁর অধীনে যুক্তরাষ্ট্র গত বছর বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে গত বছর যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠে চমকে দেয়। সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্র দেখিয়েছে পাকিস্তানকে হারিয়ে। তবে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে মাত্র ৬ মাস থাকতে পেরেছেন তিনি।
বাংলাদেশ জাতীয় দল তো বটেই, বাংলাদেশের যুবাদের সঙ্গেও কাজ করেছেন ল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে ২০২৩ যুব এশিয়া কাপ জিতেছেন তিনি। দুবাইয়ে সেবার আয়োজক আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা। আর যে নেপাল গত রাতে ইতিহাস গড়েছে, তাদের অবস্থান খুব একটা ভালো নয়। ৮ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে তারা অবস্থান করছে ৭ নম্বরে। খেলে ফেলেছে ১৩ ম্যাচ। ল আসার অল্প সময়ের মধ্যেই যে চমক দেখাল নেপাল, সামনে হয়তো এর চেয়েও বড় চমক দেখানোর অপেক্ষায় রয়েছে দলটি।
ওয়ানডেতে নেপালের সর্বোচ্চ রান তাড়া করে পাঁচটি জয়ের রেকর্ড
স্কোর প্রতিপক্ষ সাল
২৯৭/৯ স্কটল্যান্ড ২০২৫
২৮৭/৮ নামিবিয়া ২০২৩
২৮৭/৬ কানাডা ২০২৪
২৭৮/৭ নামিবিয়া ২০২৩
২৭৫/৭ স্কটল্যান্ড ২০২৩
কোচ হিসেবে স্টুয়ার্ট ল বেশ অভিজ্ঞ। ২০১১-১২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ছিলেন তিনি। ১৩ বছর আগে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়া এই অস্ট্রেলিয়ান এখন নেপালের কোচ। ল কোচ হওয়ার তিন মাসের মধ্যে ইতিহাস রচনা করল নেপাল।
এ বছরের মার্চের শেষ দিকে লকে কোচ হিসেবে নিয়োগ দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (ক্যান)। সদ্য নিয়োগ পাওয়া এই কোচের অধীনে গতকাল ডান্ডিতে নিজেদের পুরোনো রেকর্ড ভাঙল নেপাল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টুতে স্কটল্যান্ডের দেওয়া ২৯৭ রান তাড়া করে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেল নেপাল। ওয়ানডে ইতিহাসে এটা নেপালের সর্বোচ্চ রান তাড়া করে জয়। সর্বোচ্চ রান তাড়া করে নেপালের এর আগে জয়ের কীর্তি ছিল ২০২৩ সালে। এশিয়ার দলটি কীর্তিপুরে দুই বছর আগে নামিবিয়ার বিপক্ষে রান তাড়া করে ৮ উইকেটে ২৮৭ রান করেছিল।
স্কটল্যান্ডের বিপক্ষে গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। শার্লি টিয়ার (৮০) ও ফিনলে ম্যাকক্রিথের (৫৫) জোড়া ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৬ রান করে স্কটল্যান্ড। জয়ের লক্ষ্যে নেমে নেপাল ওভারপ্রতি ৬-এর বেশি রানরেটে খেললেও ২ উইকেট হারিয়ে ফেলে। ১২.৪ ওভারে ২ উইকেটে ৭৮ রানে পরিণত হয় দলটি। এমন অবস্থায় ব্যাটিংয়ে নামেন দলপতি রোহিত। তৃতীয় উইকেটে ভিম শার্কি ও রোহিত গড়েন ৯৬ বলে ৭৪ রানের জুটি। ২৯তম ওভারের চতুর্থ বলে শার্কি আউট হওয়ার পরই ধস নামে নেপালের ইনিংসে। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ৩৮.২ ওভারে ৭ উইকেটে ১৯২ রানে পরিণত হয় দলটি।
হাতে ৩ উইকেট নিয়ে শেষ ৭০ বলে ১০৫ রান করা নেপালের কাছে এভারেস্ট জয়ের চেয়েও বড় কিছু। এমন অবস্থায় অসাধ্য সাধন করেন ৯ নম্বরে নামা করন কেসি। ৪১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নেপাল ১ বল হাতে রেখে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে নতুন রেকর্ড গড়ে। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন করন।
বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো দলকেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে লয়ের। তাঁর অধীনে যুক্তরাষ্ট্র গত বছর বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে গত বছর যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠে চমকে দেয়। সবচেয়ে বড় চমক যুক্তরাষ্ট্র দেখিয়েছে পাকিস্তানকে হারিয়ে। তবে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে মাত্র ৬ মাস থাকতে পেরেছেন তিনি।
বাংলাদেশ জাতীয় দল তো বটেই, বাংলাদেশের যুবাদের সঙ্গেও কাজ করেছেন ল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে ২০২৩ যুব এশিয়া কাপ জিতেছেন তিনি। দুবাইয়ে সেবার আয়োজক আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিলেন বাংলাদেশের যুবারা। আর যে নেপাল গত রাতে ইতিহাস গড়েছে, তাদের অবস্থান খুব একটা ভালো নয়। ৮ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে তারা অবস্থান করছে ৭ নম্বরে। খেলে ফেলেছে ১৩ ম্যাচ। ল আসার অল্প সময়ের মধ্যেই যে চমক দেখাল নেপাল, সামনে হয়তো এর চেয়েও বড় চমক দেখানোর অপেক্ষায় রয়েছে দলটি।
ওয়ানডেতে নেপালের সর্বোচ্চ রান তাড়া করে পাঁচটি জয়ের রেকর্ড
স্কোর প্রতিপক্ষ সাল
২৯৭/৯ স্কটল্যান্ড ২০২৫
২৮৭/৮ নামিবিয়া ২০২৩
২৮৭/৬ কানাডা ২০২৪
২৭৮/৭ নামিবিয়া ২০২৩
২৭৫/৭ স্কটল্যান্ড ২০২৩
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৩ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে