ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ নাঈম শেখ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। এশিয়া কাপের সেই ম্যাচে নাঈম খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। অবশেষে সেই দলের বিপক্ষেই বাংলাদেশের জার্সিতে ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়ক হিসেবে লঙ্কা সিরিজে যাত্রা শুরু হচ্ছে মিরাজের। এই ওয়ানডে সিরিজ দিয়ে ২১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নাঈম।
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে এ বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে। সেই টুর্নামেন্টে সৌম্য সরকার এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। আইসিসির ইভেন্টের তিন মাস পর বাংলাদেশ যখন আবার ওয়ানডে খেলতে যাচ্ছে, সেই দলে স্বাভাবিকভাবেই অনেক পরিবর্তন এসেছে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে থেকে অবসর নেওয়ায় লঙ্কা সিরিজে এমনিতেই নেই। এমনকি সৌম্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই।
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফিরেছেন লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারী। অফফর্মের কারণে লিটন চ্যাম্পিয়নস ট্রফির দলে ছিলেন না। আর শামীম সবশেষ ওয়ানডেতে খেলেছেন ২০২৩ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলটা টপ অর্ডার নির্ভরই বটে। টপ অর্ডারে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন, নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন দীর্ঘদিন পর দলে ফেরা নাঈম শেখ। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীমরা থাকছেন। শেষের দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন জাকের। এই সিরিজে পাঁচ পেসার নিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে থাকছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্বীকৃত স্পিনার দুইজন। লেগস্পিনার রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন তানভীর ইসলাম। ব্যাটিংয়ে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন রিশাদ। অন্যদিকে তানভীর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে অভিষেক হয়নি তাঁর।
২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। ওয়ানডে সিরিজের আগে আরেকটি টেস্ট খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পরশু শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাঈম শেখ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ নাঈম শেখ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। এশিয়া কাপের সেই ম্যাচে নাঈম খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। অবশেষে সেই দলের বিপক্ষেই বাংলাদেশের জার্সিতে ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়ক হিসেবে লঙ্কা সিরিজে যাত্রা শুরু হচ্ছে মিরাজের। এই ওয়ানডে সিরিজ দিয়ে ২১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নাঈম।
বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে এ বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে। সেই টুর্নামেন্টে সৌম্য সরকার এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। আইসিসির ইভেন্টের তিন মাস পর বাংলাদেশ যখন আবার ওয়ানডে খেলতে যাচ্ছে, সেই দলে স্বাভাবিকভাবেই অনেক পরিবর্তন এসেছে। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে থেকে অবসর নেওয়ায় লঙ্কা সিরিজে এমনিতেই নেই। এমনকি সৌম্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই।
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফিরেছেন লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারী। অফফর্মের কারণে লিটন চ্যাম্পিয়নস ট্রফির দলে ছিলেন না। আর শামীম সবশেষ ওয়ানডেতে খেলেছেন ২০২৩ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলটা টপ অর্ডার নির্ভরই বটে। টপ অর্ডারে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন, নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন দীর্ঘদিন পর দলে ফেরা নাঈম শেখ। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীমরা থাকছেন। শেষের দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন জাকের। এই সিরিজে পাঁচ পেসার নিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে থাকছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্বীকৃত স্পিনার দুইজন। লেগস্পিনার রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন তানভীর ইসলাম। ব্যাটিংয়ে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন রিশাদ। অন্যদিকে তানভীর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে অভিষেক হয়নি তাঁর।
২, ৫ ও ৮ জুলাই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের তিনটি ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলে। তিনটি ওয়ানডেই বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে। ওয়ানডে সিরিজের আগে আরেকটি টেস্ট খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পরশু শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাঈম শেখ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ
ক্রীড়াঙ্গনে ম্যাচ পাতানোর খবর শোনা যায় অহরহ। দল ও ক্লাবগুলো প্রায়ই পেয়ে থাকে নিষেধাজ্ঞা। অনেক সময় ক্লাবের কর্মকর্তারাও আজীবন বা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যান। এবার আর্সেনাল তিভাত নামের এক ক্লাবকে কঠিন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
১ ঘণ্টা আগে১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভালো সময়ের চেয়ে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। আর বাজে সময়ে সমালোচনা তো বটেই, সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ বিদ্রূপ চলে, সেটা তাঁর চেয়ে আর ভালো কে জানবেন! ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন এবার ফিরলেন লঙ্কা জয় করে।
২ ঘণ্টা আগে২০ ওভারের ক্রিকেটেই যেখানে উচ্ছ্বাস-হতাশা, আনন্দ-বেদনার জমাট গল্প, সেখানে পাঁচ দিনের ক্রিকেট মাঠে গিয়ে দেখবে কে! বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা বিচ্ছিন্নভাবে লাল বলের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পর দীর্ঘ দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও হারি
৩ ঘণ্টা আগেশেষ ভালো যাঁর, সব ভালো তাঁর—কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে এমনটা বলা যায়। এবারের শ্রীলঙ্কা সফরটা নেহাতই মন্দ হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজ হারলেও গলে বীরত্বপূর্ণ ড্র করেছে দলটি। ওয়ানডে সিরিজও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। সব ছাপিয়ে বাংলাদেশ সফর
৪ ঘণ্টা আগে