‘এভাবে চলতে থাকলে বাংলাদেশের ক্রিকেট আরও নিচে নামবে’
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—কোনো সংস্করণেই নেই বলার মতো কোনো সাফল্য। উপরন্তু দলের অধিনায়ক, কোচ, এমনকি বোর্ড সভাপতিও বদলাচ্ছে দ্রুত সময়েই। সনাৎ জয়াসুরিয়ার মতে এসব ঘটনা বাংলাদেশের পারফরম্যান্সে বাজেভাবে প্রভাব ফেলছে।