ক্রীড়া ডেস্ক
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—কোনো সংস্করণেই নেই বলার মতো কোনো সাফল্য। উপরন্তু দলের অধিনায়ক, কোচ, এমনকি বোর্ড সভাপতিও বদলাচ্ছে দ্রুত সময়েই। সনাৎ জয়াসুরিয়ার মতে এসব ঘটনা বাংলাদেশের পারফরম্যান্সে বাজেভাবে প্রভাব ফেলছে।
তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা—পঞ্চপাণ্ডব ছাড়া দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ খেলতে নেমেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের শুরুটা হয়েছে বাজে। কলম্বোর প্রেমাদাসায় পরশু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ হিসেব করলে এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ হেরেছে ১০ ম্যাচ। জিতেছে ২ ম্যাচ। এ বছর বাংলাদেশের একমাত্র ড্র গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে। এ তো গেল বাংলাদেশের পরিসংখ্যানগত ব্যাপার। পাশাপাশি নাজমুল হোসেন শান্তর তিন সংস্করণ থেকে নেতৃত্ব চলে যাওয়ার ঘটনা ঘটেছে। যার মধ্যে টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। ওয়ানডের নেতৃত্বভার মিরাজকে দেওয়া হলেও টেস্টের অধিনায়কের নাম জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিরূপ পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ আগামীকাল কলম্বোর প্রেমাদাসায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নামবে সিরিজে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে। ম্যাচের আগে আজ শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে এসেছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। বাংলাদেশ সম্পর্কে কথা বলতে গিয়ে নিজেদের অতীত অবস্থার কথাও উল্লেখ করেছেন তিনি। লঙ্কানদের প্রধান কোচ বলেন, ‘প্রত্যেক দলকেই একটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। কয়েক বছর আগে আমাদেরও খুব খারাপ সময় গিয়েছিল। সেই সময়টাকে অতিক্রম করাই আসল কথা। কিন্তু সেটা পেরোতে হলে খেলোয়াড়দের সুযোগ দিতে হয়, আত্মবিশ্বাস দিতে হয়। যদি দলের মূল ব্যক্তিরাই তাদের ভেঙে ফেলে, তাহলে দল নামতেই থাকবে।’
প্রথম ওয়ানডেতে ২৪৩ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের স্কোর একপর্যায়ে ছিল ১৬.২ ওভারে ১ উইকেটে ৯৯ রান। ডিপ মিড উইকেট থেকে ডিরেক্ট থ্রোতে মিলান রত্নায়েকে রানআউট করেছেন নাজমুল হোসেন শান্তকে। শান্ত-তানজিদ তামিমের ৭১ রানের জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। ৩৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় মিরাজের দল। রত্নায়েকের দুর্দান্ত থ্রো তো বটেই, জানিথ লিয়ানাগে অসাধারণ এক ক্যাচ ধরে তানজিদ তামিমকে ড্রেসিংরুমে ফিরিয়েছেন।
বাংলাদেশের সেদিন ১০ উইকেটের মধ্যে ৮টিই নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা। যেখানে ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন ৪ উইকেট। ৩ ও ১ উইকেট নিয়েছেন কামিন্দু মেন্ডিস ও মাহিশ তিকশানা। প্রথম ওয়ানডেতে পুরো দল হিসেবে শ্রীলঙ্কা যেভাবে খেলেছে, সেটা নজর কেড়েছে জয়াসুরিয়ার। লঙ্কানদের প্রধান কোচ বলেন, ‘মিলান প্রথম ব্রেকথ্রুটা এনে দিয়েছিল, যা খুব গুরুত্বপূর্ণ ছিল। এরপর জানিথ লিয়ানাগের দুর্দান্ত ক্যাচটি—এই দুটা মুহূর্ত পুরো খেলাটা বদলে দেয়। আমরা বুঝেছিলাম এই চাপ ধরে রাখতে হবে। আমাদের মূল স্পিনাররাই সেটা ভালোভাবে করেছে।’
প্রথম ওয়ানডের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের একাদশে পরিবর্তন হলেও হতে পারে। এটা জানা যাবে আগামীকাল টসের সময়। সেসব চিন্তা বাদ দিয়ে দুই দলের লড়াইটা উপভোগ করতে চান জয়াসুরিয়া। শ্রীলঙ্কার প্রধান কোচ বলেন, ‘বাংলাদেশ দলে আবার ঘুরে দাঁড়ানোর মতো খেলোয়াড় রয়েছে। এখন তাদের দলে কী হচ্ছে, তা নিয়ে আমি কিছু বলতে পারি না। তাদের শেষ দলটা ছিল অভিজ্ঞতায় ভরপুর। তারা যে একাদশই বেছে নিক না কেন, আমরা সেটা উপভোগ করে খেলেছি। আমাদের খেলোয়াড়েরা এখন আত্মবিশ্বাসে ভরপুর। তবে এটা ধরে নেওয়ার কিছু নেই। বাংলাদেশকে হারানোর জন্য অবশ্যই খেলাটা কঠিন ছিল।’
অধিনায়ক বদল তো বটেই, গত ১১ মাসে বাংলাদেশের বোর্ড সভাপতি দুবার বদলেছে। নাজমুল হাসান পাপনের পরিবর্তে গত বছরের আগস্টে বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। ৯ মাস পর এ বছরের ৩০ মে বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর যে চন্ডিকা হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দল পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল, তাঁকে চাকরি হারাতে হয়েছিল। হাথুরুর পরিবর্তে গত বছরের অক্টোবরে ফিল সিমন্স বাংলাদেশের প্রধান কোচ হয়েছেন। সিমন্সের অধীনে বাংলাদেশ লিখে চলেছে একের পর এক হতাশার গল্প।
সনাৎ জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকারত্নে দিলশানদের মতো তারকারা চলে যাওয়ার পর শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে বড্ড ধুঁকতে থাকে। ২০১৭ সালে শ্রীলঙ্কা ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল জিম্বাবুয়ের কাছে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে খেলতে পারেনি চ্যাম্পিয়নস ট্রফি। তবে জয়াসুরিয়া শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে দলটি। ২০২৪ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে লঙ্কানরা।
বাংলাদেশ সিরিজের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল শ্রীলঙ্কা। কলম্বোতে পরশু প্রথম ওয়ানডেতে মুহূর্তের মধ্যেই বাংলাদেশ থেকে ম্যাচ ছিনিয়ে নেয় লঙ্কানরা। এই ম্যাচে তাসকিন আহমেদ সাড়ে চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৪ উইকেট নিয়েছেন। তবে ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম (৬২), জাকের আলী অনিক (৫১), নাজমুল হোসেন শান্ত (২৩), পারভেজ হোসেন ইমন (১৩)—এই চার ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। অধিনায়ক মিরাজসহ লিটন দাস, তাসকিন আহমেদ—তিন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
জয়াসুরিয়ার মতে, ভালো খেলতে হলে ক্রিকেটারদের আত্মবিশ্বাস থাকাটা জরুরি। শ্রীলঙ্কার প্রধান কোচ বলেন, ‘খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিতে হবে। যেকোনো দল এই সময়ের মধ্য দিয়ে যেতে পারে। কিন্তু ম্যানেজমেন্ট আর অধিনায়ক যদি বিশ্বাস রাখে, আত্মবিশ্বাস দেয়—তাহলেই তারা ঘুরে দাঁড়াতে পারে।’
কলম্বোর প্রেমাদাসায় আগামীকাল বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ওয়ানডে ৮ জুলাই একই সময়ে শুরু হবে। এই ম্যাচের ভেন্যু পাল্লেকেলে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ১০, ১৩ ও ১৬ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি।
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—কোনো সংস্করণেই নেই বলার মতো কোনো সাফল্য। উপরন্তু দলের অধিনায়ক, কোচ, এমনকি বোর্ড সভাপতিও বদলাচ্ছে দ্রুত সময়েই। সনাৎ জয়াসুরিয়ার মতে এসব ঘটনা বাংলাদেশের পারফরম্যান্সে বাজেভাবে প্রভাব ফেলছে।
তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা—পঞ্চপাণ্ডব ছাড়া দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ খেলতে নেমেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের শুরুটা হয়েছে বাজে। কলম্বোর প্রেমাদাসায় পরশু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ হিসেব করলে এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ হেরেছে ১০ ম্যাচ। জিতেছে ২ ম্যাচ। এ বছর বাংলাদেশের একমাত্র ড্র গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে। এ তো গেল বাংলাদেশের পরিসংখ্যানগত ব্যাপার। পাশাপাশি নাজমুল হোসেন শান্তর তিন সংস্করণ থেকে নেতৃত্ব চলে যাওয়ার ঘটনা ঘটেছে। যার মধ্যে টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। ওয়ানডের নেতৃত্বভার মিরাজকে দেওয়া হলেও টেস্টের অধিনায়কের নাম জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিরূপ পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ আগামীকাল কলম্বোর প্রেমাদাসায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নামবে সিরিজে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে। ম্যাচের আগে আজ শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে এসেছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। বাংলাদেশ সম্পর্কে কথা বলতে গিয়ে নিজেদের অতীত অবস্থার কথাও উল্লেখ করেছেন তিনি। লঙ্কানদের প্রধান কোচ বলেন, ‘প্রত্যেক দলকেই একটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। কয়েক বছর আগে আমাদেরও খুব খারাপ সময় গিয়েছিল। সেই সময়টাকে অতিক্রম করাই আসল কথা। কিন্তু সেটা পেরোতে হলে খেলোয়াড়দের সুযোগ দিতে হয়, আত্মবিশ্বাস দিতে হয়। যদি দলের মূল ব্যক্তিরাই তাদের ভেঙে ফেলে, তাহলে দল নামতেই থাকবে।’
প্রথম ওয়ানডেতে ২৪৩ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের স্কোর একপর্যায়ে ছিল ১৬.২ ওভারে ১ উইকেটে ৯৯ রান। ডিপ মিড উইকেট থেকে ডিরেক্ট থ্রোতে মিলান রত্নায়েকে রানআউট করেছেন নাজমুল হোসেন শান্তকে। শান্ত-তানজিদ তামিমের ৭১ রানের জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ। ৩৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় মিরাজের দল। রত্নায়েকের দুর্দান্ত থ্রো তো বটেই, জানিথ লিয়ানাগে অসাধারণ এক ক্যাচ ধরে তানজিদ তামিমকে ড্রেসিংরুমে ফিরিয়েছেন।
বাংলাদেশের সেদিন ১০ উইকেটের মধ্যে ৮টিই নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনাররা। যেখানে ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন ৪ উইকেট। ৩ ও ১ উইকেট নিয়েছেন কামিন্দু মেন্ডিস ও মাহিশ তিকশানা। প্রথম ওয়ানডেতে পুরো দল হিসেবে শ্রীলঙ্কা যেভাবে খেলেছে, সেটা নজর কেড়েছে জয়াসুরিয়ার। লঙ্কানদের প্রধান কোচ বলেন, ‘মিলান প্রথম ব্রেকথ্রুটা এনে দিয়েছিল, যা খুব গুরুত্বপূর্ণ ছিল। এরপর জানিথ লিয়ানাগের দুর্দান্ত ক্যাচটি—এই দুটা মুহূর্ত পুরো খেলাটা বদলে দেয়। আমরা বুঝেছিলাম এই চাপ ধরে রাখতে হবে। আমাদের মূল স্পিনাররাই সেটা ভালোভাবে করেছে।’
প্রথম ওয়ানডের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলের একাদশে পরিবর্তন হলেও হতে পারে। এটা জানা যাবে আগামীকাল টসের সময়। সেসব চিন্তা বাদ দিয়ে দুই দলের লড়াইটা উপভোগ করতে চান জয়াসুরিয়া। শ্রীলঙ্কার প্রধান কোচ বলেন, ‘বাংলাদেশ দলে আবার ঘুরে দাঁড়ানোর মতো খেলোয়াড় রয়েছে। এখন তাদের দলে কী হচ্ছে, তা নিয়ে আমি কিছু বলতে পারি না। তাদের শেষ দলটা ছিল অভিজ্ঞতায় ভরপুর। তারা যে একাদশই বেছে নিক না কেন, আমরা সেটা উপভোগ করে খেলেছি। আমাদের খেলোয়াড়েরা এখন আত্মবিশ্বাসে ভরপুর। তবে এটা ধরে নেওয়ার কিছু নেই। বাংলাদেশকে হারানোর জন্য অবশ্যই খেলাটা কঠিন ছিল।’
অধিনায়ক বদল তো বটেই, গত ১১ মাসে বাংলাদেশের বোর্ড সভাপতি দুবার বদলেছে। নাজমুল হাসান পাপনের পরিবর্তে গত বছরের আগস্টে বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। ৯ মাস পর এ বছরের ৩০ মে বিসিবি সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর যে চন্ডিকা হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দল পাকিস্তানে গিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল, তাঁকে চাকরি হারাতে হয়েছিল। হাথুরুর পরিবর্তে গত বছরের অক্টোবরে ফিল সিমন্স বাংলাদেশের প্রধান কোচ হয়েছেন। সিমন্সের অধীনে বাংলাদেশ লিখে চলেছে একের পর এক হতাশার গল্প।
সনাৎ জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকারত্নে দিলশানদের মতো তারকারা চলে যাওয়ার পর শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে বড্ড ধুঁকতে থাকে। ২০১৭ সালে শ্রীলঙ্কা ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল জিম্বাবুয়ের কাছে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে খেলতে পারেনি চ্যাম্পিয়নস ট্রফি। তবে জয়াসুরিয়া শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে দলটি। ২০২৪ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে লঙ্কানরা।
বাংলাদেশ সিরিজের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল শ্রীলঙ্কা। কলম্বোতে পরশু প্রথম ওয়ানডেতে মুহূর্তের মধ্যেই বাংলাদেশ থেকে ম্যাচ ছিনিয়ে নেয় লঙ্কানরা। এই ম্যাচে তাসকিন আহমেদ সাড়ে চার মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৪ উইকেট নিয়েছেন। তবে ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম (৬২), জাকের আলী অনিক (৫১), নাজমুল হোসেন শান্ত (২৩), পারভেজ হোসেন ইমন (১৩)—এই চার ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। অধিনায়ক মিরাজসহ লিটন দাস, তাসকিন আহমেদ—তিন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
জয়াসুরিয়ার মতে, ভালো খেলতে হলে ক্রিকেটারদের আত্মবিশ্বাস থাকাটা জরুরি। শ্রীলঙ্কার প্রধান কোচ বলেন, ‘খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিতে হবে। যেকোনো দল এই সময়ের মধ্য দিয়ে যেতে পারে। কিন্তু ম্যানেজমেন্ট আর অধিনায়ক যদি বিশ্বাস রাখে, আত্মবিশ্বাস দেয়—তাহলেই তারা ঘুরে দাঁড়াতে পারে।’
কলম্বোর প্রেমাদাসায় আগামীকাল বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ওয়ানডে ৮ জুলাই একই সময়ে শুরু হবে। এই ম্যাচের ভেন্যু পাল্লেকেলে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ১০, ১৩ ও ১৬ জুলাই হবে তিনটি টি-টোয়েন্টি।
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
৭ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
৮ ঘণ্টা আগে