নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
আগের ম্যাচে লক্ষ্য তাড়ায় লিটন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। গতকাল ব্যাটিংয়ে অবশ্য ২৬ বলে খেলেছেন ৩২ রানের ইনিংস। তবে নেতৃত্ব দেওয়ায় দেখিয়েছেন সৃজনশীলতা। মাঠে ঠান্ডা মাথার সিদ্ধান্ত, ডাগআউটে আত্মবিশ্বাস, আর সঠিক সময়ে সঠিক বোলার ব্যবহার—সব মিলিয়ে সিরিজে দারুণ নেতৃত্ব দিয়েছেন দলকে। হয়েছেন সিরিজসেরাও। তবে কৃতিত্বটা তিনি দিচ্ছেন দলের সবাইকে। সিরিজ জয়ের পর বললেন, ‘আমাদের দল যেভাবে খেলেছে, আমি খুবই খুশি। বিশেষ করে টি-টোয়েন্টিতে আমরা যেভাবে বাজে খেলেছিলাম, সে সব পেছনে ফেলে ছেলেরা দুর্দান্ত মানসিকতা দেখিয়েছে।’
টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন বলে জানালেন লিটন, ‘যদি টস জিততাম, আমি ব্যাটিংই নিতাম। কারণ আমাদের বোলিং আক্রমণ ভালো।’
শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়কে বড় একটা সাফল্য হিসেবেই দেখছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘বাংলাদেশের ক্রিকেটের এটি একটি বড় একটা অর্জন বলেই মনে করি আমি। এই জয় আমাদের ক্রিকেট ও আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। আমাদের স্বপ্নটা বড়, এই জয়ে সেই স্বপ্নপূরণের পথেই এগিয়ে দেবে দলকে।’
সিরিজের প্রথম দুই ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এক সাহসী সিদ্ধান্ত। মেহেদী হাসান মিরাজের বদলে শেখ মেহেদী হাসানকে খেলানো। এই পরিবর্তন নিয়ে প্রশ্ন ছিল, বিতর্কও ছিল। তবে শেখ মেহেদী তাঁর ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৪-১১) প্রমাণ করে দেন, অধিনায়কের সিদ্ধান্ত ঠিক ছিল। তো কিসের ভিত্তিতে মিরাজকে রেখে মেহেদীকে খেলানো? লিটনের উত্তর, ‘এই পিচ মেহেদীর (হাসান) জন্য উপযোগী হবে বলেই বিশ্বাস ছিল আমার। তাই ওকে খেলানো হয়েছে। এর মানে এই না যে মেহেদী হাসান মিরাজ খারাপ খেলোয়াড়, কিন্তু এটা ছিল পিচের ধরন ও কন্ডিশনের ওপর নির্ভর করে নেওয়া সিদ্ধান্ত। সামনে মিরাজও আবার সুযোগ পাবে।’
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
আগের ম্যাচে লক্ষ্য তাড়ায় লিটন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। গতকাল ব্যাটিংয়ে অবশ্য ২৬ বলে খেলেছেন ৩২ রানের ইনিংস। তবে নেতৃত্ব দেওয়ায় দেখিয়েছেন সৃজনশীলতা। মাঠে ঠান্ডা মাথার সিদ্ধান্ত, ডাগআউটে আত্মবিশ্বাস, আর সঠিক সময়ে সঠিক বোলার ব্যবহার—সব মিলিয়ে সিরিজে দারুণ নেতৃত্ব দিয়েছেন দলকে। হয়েছেন সিরিজসেরাও। তবে কৃতিত্বটা তিনি দিচ্ছেন দলের সবাইকে। সিরিজ জয়ের পর বললেন, ‘আমাদের দল যেভাবে খেলেছে, আমি খুবই খুশি। বিশেষ করে টি-টোয়েন্টিতে আমরা যেভাবে বাজে খেলেছিলাম, সে সব পেছনে ফেলে ছেলেরা দুর্দান্ত মানসিকতা দেখিয়েছে।’
টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন বলে জানালেন লিটন, ‘যদি টস জিততাম, আমি ব্যাটিংই নিতাম। কারণ আমাদের বোলিং আক্রমণ ভালো।’
শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়কে বড় একটা সাফল্য হিসেবেই দেখছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘বাংলাদেশের ক্রিকেটের এটি একটি বড় একটা অর্জন বলেই মনে করি আমি। এই জয় আমাদের ক্রিকেট ও আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। আমাদের স্বপ্নটা বড়, এই জয়ে সেই স্বপ্নপূরণের পথেই এগিয়ে দেবে দলকে।’
সিরিজের প্রথম দুই ম্যাচেই একাদশে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এক সাহসী সিদ্ধান্ত। মেহেদী হাসান মিরাজের বদলে শেখ মেহেদী হাসানকে খেলানো। এই পরিবর্তন নিয়ে প্রশ্ন ছিল, বিতর্কও ছিল। তবে শেখ মেহেদী তাঁর ক্যারিয়ার-সেরা বোলিংয়ে (৪-১১) প্রমাণ করে দেন, অধিনায়কের সিদ্ধান্ত ঠিক ছিল। তো কিসের ভিত্তিতে মিরাজকে রেখে মেহেদীকে খেলানো? লিটনের উত্তর, ‘এই পিচ মেহেদীর (হাসান) জন্য উপযোগী হবে বলেই বিশ্বাস ছিল আমার। তাই ওকে খেলানো হয়েছে। এর মানে এই না যে মেহেদী হাসান মিরাজ খারাপ খেলোয়াড়, কিন্তু এটা ছিল পিচের ধরন ও কন্ডিশনের ওপর নির্ভর করে নেওয়া সিদ্ধান্ত। সামনে মিরাজও আবার সুযোগ পাবে।’
কলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
৯ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
১০ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
১১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল দশা। তার ওপর এখন বর্ষাকালে নিয়মিত বৃষ্টির কারণে স্টেডিয়ামের অবস্থা হয়েছে আরও বাজে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফুটবল সংস্থা (সাফ) এবার চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি ম্যাচ।
১১ ঘণ্টা আগে