Ajker Patrika

ফিরেই আগুন ঝরালেন তাসকিন, বাংলাদেশের লক্ষ্য ২৪৫ রান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০: ১৫
উইকেট নেওয়ার পর তাসকিন আহমেদ এভাবেই উদযাপন করেছেন। ছবি: ফেসবুক
উইকেট নেওয়ার পর তাসকিন আহমেদ এভাবেই উদযাপন করেছেন। ছবি: ফেসবুক

চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ একের পর এক ম্যাচ খেললেও দেখা যায়নি তাসকিন আহমেদকে। অবশেষে আজ সাড়ে চার মাস পর বাংলাদেশের জার্সিতে ফিরলেন তিনি। ফেরার ম্যাচেই আগুন ঝরালেন বাংলাদেশের এই পেসার। উইকেট তুলে নিয়ে নানান ভঙ্গিতে উদযাপনও করেছেন তিনি।

কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ আজ ওয়ানডে খেলছে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। এই ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছে পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামের। দুই নতুনের অভিষেকের দিনে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। ৫ উইকেট না পাওয়ার আক্ষেপ থাকলেও লঙ্কানদের বেশ চাপে রাখেন তিনি। ১০ ওভারে ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট। মেডেন দিয়েছেন ২ ওভার। প্রথম ওয়ানডে জিততে বাংলাদেশকে করতে হবে ২৪৫ রান।

টস জিতে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬.১ ওভারে ৩ উইকেটে ২৯ রানে পরিণত হয় লঙ্কানরা। যাঁদের মধ্যে নিশান মাদুশকাকে (৬) বোল্ড করেছেন তাসকিন। আর কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে তাসকিন হালকা একটু নেচেও নিলেন। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কামিন্দু।

বিপর্যস্ত লঙ্কানদের হাল ধরতে পাঁচ নম্বরে নামেন আসালাঙ্কা। চতুর্থ উইকেটে মেন্ডিস-আসালাঙ্কা গড়েন ৭৭ বলে ৬০ রানের জুটি। ১৯তম ওভারের শেষ বলে মেন্ডিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তানভীর। তিন নম্বরে নামা মেন্ডিস ৪৩ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন ৪৫ রান।

মেন্ডিসের বিদায়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৯ ওভারে ৪ উইকেটে ৮৯ রান। পঞ্চম উইকেটে এরপর জানিথ লিয়ানাগে ও আসালাঙ্কা গড়েন ৭৬ বলে ৬৪ রানের জুটি। ৩২তম ওভারের চতুর্থ বলে লিয়ানাগেকে (২৯) ফিরিয়ে জুটি ভাঙেন নাজমুল হোসেন শান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ মাস পর উইকেটের দেখা পেলেন শান্ত। লঙ্কানরা এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। যেখানে ৪৬তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ তিকশানার উইকেট দুটি পেয়েছেন তাসকিন।

সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে খেলতে থাকেন আসালাঙ্কা। ম্যাচের পরিস্থিতি বুঝে কখনো ধীরে, কখনো আক্রমণাত্মক খেলেছেন তিনি। পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন ১১৭ বলে। ননস্ট্রাইক প্রান্তে ঠিকমতো বাংলাদেশি ফিল্ডার থ্রো করতে পারলে তো তিন অঙ্কই ছুঁতে পারতেন না এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রান করেন লঙ্কান অধিনায়ক। তাঁর সেঞ্চুরির দিনে স্বাগতিকেরা ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয়েছে। তাসকিনের পর আজ বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং করেছেন তানজিম সাকিব। ৯.২ ওভারে ৪৬ রানে পেয়েছেন ৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত