Ajker Patrika

শ্রীলঙ্কাকে পেটাচ্ছেন তামিম, বসে নেই শান্তও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ জুলাই ২০২৫, ২১: ২৭
বাজে বল পেলে সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করছেন তানজিদ হাসান তামিম। ছবি: এএফপি
বাজে বল পেলে সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করছেন তানজিদ হাসান তামিম। ছবি: এএফপি

বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে এলোমেলো করে দিতে পারেন তানজিদ হাসান তামিম। পাওয়ারপ্লের সুবিধা কাজে লাগিয়ে একের পর এক বাউন্ডারি মারেন দারুণভাবে। কলম্বোর প্রেমাদাসায় আজ শ্রীলঙ্কার বোলারদের পেটাচ্ছেন নিজের ইচ্ছেমতো।

শ্রীলঙ্কার বিপক্ষে আজ সিরিজের প্রথম ওয়ানডে জিততে হলে ওভারপ্রতি ৫-এর কম রান করতে হবে বাংলাদেশকে। কিন্তু সেটার চেয়েও দ্রুত গতিতে রান তুলছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। তানজিদ তামিম বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন। তাঁর দেখাদেখি হাত খুলে খেলছেন নাজমুল হোসেন শান্তও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ১ উইকেটে ৭৩ রান করেছে বাংলাদেশ।

২৪৫ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই ২ চার মারেন পারভেজ হোসেন ইমন। এই ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছে ইমনের। তবে ইনিংসটা বেশি বড় করতে পারেননি তিনি। পঞ্চম ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোকে তুলে মারতে যান ইমন। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল তালুবন্দী করেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ওয়ানডে অভিষেকে ১৬ বলে ৩ চারে ১৩ রান করেন ইমন।

ইমন ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ১ উইকেটে ২৯ রান। তিন নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন নাজমুল হোসেন শান্ত। তানজিদ তামিমের মতো যখনই বাজে বল পাচ্ছেন, সেগুলোকে বাউন্ডারিতে পরিণত করছেন শান্ত। দ্বিতীয় উইকেটে এরই মধ্যে তাঁরা ৪৪ বলে ৪৪ রানের জুটি গড়েছেন। তানজিদ তামিম ৪১ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৪১ রান। শান্ত ১০০ স্ট্রাইকরেটে করেন ১৬ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত