ক্রীড়া ডেস্ক
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী ছিল। কিন্তু ব্যাটিং ধসের পুরোনো রোগ তো আর বাংলাদেশের এত সহজে সারার নয়। একবার উইকেট পড়া শুরু করলে গুটিয়ে যেতে বেশি সময় লাগে না।
২৪৫ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ২৯ রানে প্রথম উইকেট হারালেও সেখান থেকে এগোতে থাকে সাবলীলভাবে। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম-নাজমুল হোসেন শান্ত গড়েন ৭১ বলে ৭১ রানের জুটি। এই জুটিটা ভেঙেছে শান্তর দুই রান নিতে গিয়ে। মিলান রত্নায়েকে ডিরেক্ট থ্রো না করলে শান্ত হয়তো বেঁচে যেতেন। ২৬ বলে ২৩ রান করে শান্ত ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ২ উইকেটে ১০০ রান। তাসের ঘরের মতো ভেঙে পড়ার সূচনা হয় এখান থেকেই। ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৭৭ রানে।
তানজিদ তামিম-শান্তর জুটি ভাঙার মাধ্যমেই মূলত বাংলাদেশের ইনিংসে ধসের শুরু হয়েছে বলে মনে করেন মিরাজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তামিম-শান্ত ভালো খেলছিল। শান্তর রানআউটে ভুলটা হয়েছে। মিডল অর্ডার ঠিকমতো কাজ করেনি। লাগাতার উইকেট পড়াটাই ছিল সমস্যা। আমাদের তখন জুটি দরকার ছিল। সুযোগ থাকলেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’
শান্তর রান আউটের পর মুহূর্তেই বাংলাদেশ ৮ উইকেটে ১০৫ রানে পরিণত হয়। ৫ রানে ৭ উইকেট হারিয়ে ওয়ানডেতে সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট পতনের লজ্জাজনক রেকর্ডটিও হয়ে গেল বাংলাদেশের। লঙ্কান ফিল্ডারদেরও তাতে কৃতিত্ব রয়েছে। তানজিদ তামিমের নিশ্চিত চার হওয়া শট মিড অফ থেকে উড়ে জানিথ লিয়ানাগে ক্যাচে পরিণত করেছেন।
বিব্রতকর রেকর্ড গড়া বাংলাদেশ ১৬৭ রান পর্যন্ত যেতে পেরেছে লোয়ার অর্ডারে জাকের আলী অনিকের ফিফটিতে (৬৪ বলে ৫১ রান)। ম্যাচে শ্রীলঙ্কার সেরা বোলার হাসারাঙ্গা ৭.৫ ওভারে ১০ রানে নিয়েছেন ৪ উইকেট। মেডেন দিয়েছেন ২ ওভার। কামিন্দু নিয়েছেন ৩ উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসারাঙ্গা বলেন, ‘ভালো স্পিন করাতে পারছিলাম আমি। রানআউটটা (শান্তর রানআউট) ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত চেঞ্জিং পয়েন্ট। মিলান রত্নায়েকে এবং জানিথ লিয়ানাগে এই দুই ফিল্ডারকে কৃতিত্ব দিতেই হবে। দারুণ বল করেছে কামিন্দুও।’
৭৭ রানে জয়ের পর ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রান করেন তিনি। ওয়ানডেতে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি। তিনিও শ্রীলঙ্কার ফিল্ডারদের কৃতিত্ব দিয়েছেন। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ৮ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে তারা।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী ছিল। কিন্তু ব্যাটিং ধসের পুরোনো রোগ তো আর বাংলাদেশের এত সহজে সারার নয়। একবার উইকেট পড়া শুরু করলে গুটিয়ে যেতে বেশি সময় লাগে না।
২৪৫ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ২৯ রানে প্রথম উইকেট হারালেও সেখান থেকে এগোতে থাকে সাবলীলভাবে। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান তামিম-নাজমুল হোসেন শান্ত গড়েন ৭১ বলে ৭১ রানের জুটি। এই জুটিটা ভেঙেছে শান্তর দুই রান নিতে গিয়ে। মিলান রত্নায়েকে ডিরেক্ট থ্রো না করলে শান্ত হয়তো বেঁচে যেতেন। ২৬ বলে ২৩ রান করে শান্ত ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ২ উইকেটে ১০০ রান। তাসের ঘরের মতো ভেঙে পড়ার সূচনা হয় এখান থেকেই। ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৭৭ রানে।
তানজিদ তামিম-শান্তর জুটি ভাঙার মাধ্যমেই মূলত বাংলাদেশের ইনিংসে ধসের শুরু হয়েছে বলে মনে করেন মিরাজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তামিম-শান্ত ভালো খেলছিল। শান্তর রানআউটে ভুলটা হয়েছে। মিডল অর্ডার ঠিকমতো কাজ করেনি। লাগাতার উইকেট পড়াটাই ছিল সমস্যা। আমাদের তখন জুটি দরকার ছিল। সুযোগ থাকলেও সেগুলো কাজে লাগাতে পারিনি।’
শান্তর রান আউটের পর মুহূর্তেই বাংলাদেশ ৮ উইকেটে ১০৫ রানে পরিণত হয়। ৫ রানে ৭ উইকেট হারিয়ে ওয়ানডেতে সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট পতনের লজ্জাজনক রেকর্ডটিও হয়ে গেল বাংলাদেশের। লঙ্কান ফিল্ডারদেরও তাতে কৃতিত্ব রয়েছে। তানজিদ তামিমের নিশ্চিত চার হওয়া শট মিড অফ থেকে উড়ে জানিথ লিয়ানাগে ক্যাচে পরিণত করেছেন।
বিব্রতকর রেকর্ড গড়া বাংলাদেশ ১৬৭ রান পর্যন্ত যেতে পেরেছে লোয়ার অর্ডারে জাকের আলী অনিকের ফিফটিতে (৬৪ বলে ৫১ রান)। ম্যাচে শ্রীলঙ্কার সেরা বোলার হাসারাঙ্গা ৭.৫ ওভারে ১০ রানে নিয়েছেন ৪ উইকেট। মেডেন দিয়েছেন ২ ওভার। কামিন্দু নিয়েছেন ৩ উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসারাঙ্গা বলেন, ‘ভালো স্পিন করাতে পারছিলাম আমি। রানআউটটা (শান্তর রানআউট) ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত চেঞ্জিং পয়েন্ট। মিলান রত্নায়েকে এবং জানিথ লিয়ানাগে এই দুই ফিল্ডারকে কৃতিত্ব দিতেই হবে। দারুণ বল করেছে কামিন্দুও।’
৭৭ রানে জয়ের পর ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রান করেন তিনি। ওয়ানডেতে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি। তিনিও শ্রীলঙ্কার ফিল্ডারদের কৃতিত্ব দিয়েছেন। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ৮ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে তারা।
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
৮ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
৮ ঘণ্টা আগে