নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কলম্বোর প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। একই মাঠে আগামীকাল সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই মুহূর্তেই বাংলাদেশ খেল ধাক্কা। সিরিজের বাকি অংশে প্রধান কোচ ফিল সিমন্সকে পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
আজ সকালে হঠাৎই টিম হোটেল ছাড়েন বাংলাদেশ কোচ সিমন্স। তখন কারণ স্পষ্ট না হলেও সূত্রে জানা যায়, শারীরিক সমস্যার কারণে চিকিৎসা নিতে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বিমানবন্দরে যাওয়ার সময় পর্যন্ত দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কঠিন সময় পার করছেন সিমন্স। দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ তো নেই, বরং জয়-পরাজয়ের হিসেবে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এমন অবস্থায় সিরিজ চলাকালীন প্রধান কোচের দল ছেড়ে চলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।
এর আগে গল টেস্ট চলাকালেই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ব্যক্তিগত কারণে পাকিস্তান ফিরে যান। এবার ওয়ানডে সিরিজের মাঝপথে সিমন্স চলে গেলেন লন্ডনে। এদিকে কলম্বো টেস্টের পর টেস্ট থেকে নেতৃত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। সব মিলিয়ে শ্রীলঙ্কা সফরে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বাংলাদেশ দলের সঙ্গে।
কলম্বোর প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। একই মাঠে আগামীকাল সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। এই মুহূর্তেই বাংলাদেশ খেল ধাক্কা। সিরিজের বাকি অংশে প্রধান কোচ ফিল সিমন্সকে পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
আজ সকালে হঠাৎই টিম হোটেল ছাড়েন বাংলাদেশ কোচ সিমন্স। তখন কারণ স্পষ্ট না হলেও সূত্রে জানা যায়, শারীরিক সমস্যার কারণে চিকিৎসা নিতে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বিমানবন্দরে যাওয়ার সময় পর্যন্ত দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কঠিন সময় পার করছেন সিমন্স। দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ তো নেই, বরং জয়-পরাজয়ের হিসেবে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এমন অবস্থায় সিরিজ চলাকালীন প্রধান কোচের দল ছেড়ে চলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।
এর আগে গল টেস্ট চলাকালেই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ব্যক্তিগত কারণে পাকিস্তান ফিরে যান। এবার ওয়ানডে সিরিজের মাঝপথে সিমন্স চলে গেলেন লন্ডনে। এদিকে কলম্বো টেস্টের পর টেস্ট থেকে নেতৃত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। সব মিলিয়ে শ্রীলঙ্কা সফরে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বাংলাদেশ দলের সঙ্গে।
জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটিংয়ে-বোলিংয়ে আস্থার প্রতীক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও বটে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি—সব জায়গায় তার উপস্থিতিই দলকে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস। প্রায় ১ বছর ধরে তাঁকে ছাড়াই খেলছে বাংলাদেশ দল।
১২ ঘণ্টা আগেইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
১৩ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
১৪ ঘণ্টা আগে