ইব্রাহীম আলী শেষ ঠিকানার কারিগর
মানুষের শেষ ঠিকানা কবর। ওসমানীনগর উপজেলার ইব্রাহীম আলী সেই শেষ ঠিকানার কারিগর। পরম দরদ আর ভালোবাসা নিয়ে তিনি সাজান কবর। কারও মৃত্যু সংবাদ কানে আসামাত্র খুন্তি, কোদাল, শাবল, হাতে ছুটে যান কবর খুঁড়তে। মানুষের অন্তিম যাত্রায় সহযাত্রীর মতো বাড়িয়ে দেন দুহাত।