Ajker Patrika

ওসমানীনগরে স্কুলশিক্ষিকা ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি
ওসমানীনগরে স্কুলশিক্ষিকা ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ওসমানীনগর (সিলেট): সিলেটের ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এক স্কুল শিক্ষিকার গলাকাটা লাশ ও তাঁর বাড়ির কাজের ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১২টার দিকে গেটের তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম তপতি রাণী দে (৬০) এবং গৃহকর্মীর নাম গৌরাঙ্গ বৈদ্য।

পুলিশ জানায়, ওসমানীনগরে দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকার বাসিন্দা তপতী রানী দে (লাভলী) সোয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং দয়ামীরের ডা. বিজয় ভুষন দে এর স্ত্রী। শনিবার রাতে বাথরুমের জানালা দিয়ে প্রতিবেশী গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্যের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাত ১২টায় ওসমানী নগর থানার উপপরিদর্শক নাজমুল হুদা বাসার বাথরুমের জানালা ভেঙে ঘরে ঢুকে প্রবেশ করে। এ সময় মেঝেতে তপতী রানী দে এর গলাকাটা মরদেহ ও পাশে গৌরাঙ্গ বৈদ্যর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পারিবারিক সূত্রে জানা যায়, তপতী রানীর স্বামী ও ছেলে-মেয়ে চিকিৎসক। স্বামী ও ছেলের সঙ্গে তিনি সোয়ারগাঁও গ্রামের বাড়িতে থাকেন। ঘটনার দিন বিকেলে স্বামী ও ছেলে প্রাইভেট প্র্যাকটিসে গিয়েছিলেন। এ সময় বাসায় কেবল তপতি ও গৌরাঙ্গ ছিলেন। সন্ধ্যার পর কোনো একসময়ে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, কী কারণে ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত