Ajker Patrika

ইউপি নির্বাচন নিয়ে আ.লীগের সভা

ওসমানীনগর প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭: ০৭
Thumbnail image

ওসমানীনগরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শতভাগ দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এ সভা করা হয়। তাজপুর আনিকা কমিউনিটি সেন্টারে গত সোমবার সন্ধ্যায় এ সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, রণজিৎ সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী প্রমুখ।

এ ছাড়া বর্ধিত সভায় ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ৭২টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত