২৩০ পরিবার খাদ্যসহায়তা পেল
সিলেটের ওসমানীনগর-বালাগঞ্জের উপকারভোগীদের মধ্যে ১২ মাসব্যাপী খাদ্যসহায়তার উদ্বোধন করা হয়েছে। ওসমানীনগরের দয়ামীর এলাকার এসওএস শিশু পল্লীতে দয়ামীর, মিরারগাঁও, রাইকদারা, কুরুয়া ও রাঘবপুর গ্রামের ২৩০টি উপকারভোগী পরিবারের মধ্যে গত সোমবার খাদ্য বিতরণ করা হয়।