Ajker Patrika

বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ

ওসমানীনগর প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ১২
Thumbnail image

ওসমানীনগরে এক বৃদ্ধাকে (৬০) বিবস্ত্র করে নির্যাতনের ছবি ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারী গত সোমবার চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন জসিম (২৪), জাবেদ (২৭), সুমন মিয়া (৩২) ও তোফায়েল (২২)। পুলিশ বলছে বিষয়টি আরও খতিয়ে দেখা দেখা হবে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, হতদরিদ্র ওই বিধবা নারী মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি একাই বাড়িতে থাকেন। ৯ ডিসেম্বর রাত ১১টার দিকে জসিম তাঁর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলেন।

দরজা খুলতেই ওই চারজন বৃদ্ধাকে মাটিতে ফেলে বিবস্ত্র করে কিল-ঘুষি মারতে থাকেন। তারপর হাত, পা ও মুখ বেঁধে বিছানার ওপর ফেলে রাখে। এরপর ঘরে থাকা দুইটি ছাগল, সৌর বিদ্যুতের ব্যাটারিসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ সময় বৃদ্ধা জসিমকে চিনতে পারেন। এ সময় বিষয়টি কারও কাছে প্রকাশ করলে ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন জসিম।

এ প্রসঙ্গে উমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিরুল ইসলাম শিকদার বলেন, ওই মহিলা আমার কাছে এসেছিলেন সালিস নিয়ে। কিন্তু বিবাদীদের পরিবার পুরো বিষয়টি অস্বীকার করায় এখনো কোনো সমাধানে যেতে পারিনি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই বৃদ্ধা দুইবার দুই রকম অভিযোগ দেওয়ায় বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়। এ বিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত