Ajker Patrika

তৃণমূলের সিদ্ধান্তে নৌকা যাঁদের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ৫১
Thumbnail image

ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩১ জানুয়ারি। গতকাল দুই উপজেলায় বর্ধিত সভায় তৃণমূলের সিদ্ধান্তে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

ওসমানীনগর: ওসমানীনগর উপজেলার ৮ ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তৃণমূলের ভোটে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার উপজেলার তাজপুরে আধুনিক কমিউনিটি সেন্টারে তৃণমূলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খাঁন।

উমরপুর ইউপিতে চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. মুকিদ মিয়াকে চূড়ান্ত করা হয়েছে। সাদিপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান আলী, পশ্চিম পৈলনপুরে প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, গোয়ালাবাজার ইউপিতে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়া, তাজপুরে লন্ডন মহানগর যুবলীগের সভাপতি ও তাজপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফয়সল হোসেন সুমন, দয়ামীর ইউপিতে দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন মিয়া এবং উসমানপুর ইউপিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্লাহ বদরুল কে চূড়ান্ত করা হয়।

এদিকে বুরুঙ্গা ইউপিতে প্রবাসী আওয়ামী লীগ নেতা আখলাকুর রহমান ও প্রবাসী আওয়ামী লীগ নেতা সানুর মিয়া সমান ভোট পাওয়ায় এখানে প্রার্থিতা চূড়ান্ত করা হয়নি।

বিশ্বনাথ: বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তাঁদের বাছাই করা হয়। সভায় তৃণমূলের ভোটে লামাকাজী ইউপিতে ৯ ভোট পেয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ ও খাজাঞ্চী ইউপিতে ১০ ভোট পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর নৌকার মাঝি নির্বাচিত হয়েছেন।

লামাকাজী ইউপিতে নৌকার মাঝি হওয়ার লড়াইয়ে থাকা অপর দুই সম্ভাব্য প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হোসেন জহির পেয়েছেন ৮ ভোট এবং সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শাহনুর হোসাইন পেয়েছেন ১ ভোট।

খাজাঞ্চী ইউপিতে নৌকার মাঝি হওয়ার লড়াইয়ে থাকা অপর দুই প্রার্থীর মধ্যে বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী গণি পেয়েছেন ৭ ভোট এবং বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মুহিবুর রহমান সুইট পেয়েছেন ৩ ভোট।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমেদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দীন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহীন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত