পাওয়ার হিটিংয়ের ওষুধ খুঁজছেন সাকিবরা
ক্রিকেটের গৎবাঁধা ধীরগতির ব্যাটিংয়ের ধরনই বদলে দিয়েছে টি-টোয়েন্টি সংস্করণ। এই সংস্করণে এখন সাফল্যের প্রথম সূত্রই নাকি ‘পাওয়ার হিটিং’। যে যত জোরে ব্যাট চালাতে পারবে, তাঁর সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। অথচ জাতিগতভাবেই এখানে পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা...