Ajker Patrika

পাওয়ার হিটিংয়ের ওষুধ খুঁজছেন সাকিবরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১১: ০৮
Thumbnail image

ক্রিকেটের গৎবাঁধা ধীরগতির ব্যাটিংয়ের ধরনই বদলে দিয়েছে টি-টোয়েন্টি সংস্করণ। এই সংস্করণে এখন সাফল্যের প্রথম সূত্রই নাকি ‘পাওয়ার হিটিং’। যে যত জোরে ব্যাট চালাতে পারবে, তাঁর সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। অথচ জাতিগতভাবেই এখানে পিছিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। পাওয়ার হিটিং ঠিকঠাক না পারায় গত এক যুগেও এই সংস্করণে উন্নতি করতে পারেননি তাঁরা।

টেস্টের পর বাংলাদেশের আরেকটি ধাঁধা হচ্ছে টি-টোয়েন্টি। অনেক পরীক্ষা-নিরীক্ষা করেও এই সংস্করণে ভালো করার সূত্র খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। এখন তাদের উপলব্ধি, ‘পাওয়ার হিটিং’য়ে উন্নতি না করে উপায় নেই। আর সে লক্ষ্যেই গা-জোয়ারি শটে দক্ষ হতে বিশেষ মনোযোগ তাদের।

গত কয়েক দিনে মিরপুরে কঠোর অনুশীলনে ব্যস্ত সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা। গতকাল তাঁদের সঙ্গে যোগ দিলেন সাত বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা এনামুল হক বিজয় ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গতকাল ইনডোর আর নেট অনুশীলনে মিরপুরের মাঝ উইকেটে ব্যাটিং কোচ জেমি সিডন্স আর বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে পাওয়ার হিটিংয়ে মনোযোগী ছিলেন সবাই।

সেন্টার উইকেটে বোলিং মেশিনের সঙ্গে বসানো হয় ‘গ্রানাইট স্ল্যাব’। মূলত বোলারদের বাউন্সার সামলাতেই গ্রানাইট পাথরের স্ল্যাবে অনুশীলন করা। সেই অনুশীলনে সাকিব পাওয়ার হিটিংয়ের আদর্শ রূপটাই দেখালেন। একটার পর একটা বল স্টেডিয়ামের গ্যালারির বিভিন্ন দিকে উড়িয়ে মারলেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের পাওয়ার হিটিংয়ে সন্তুষ্ট কোচ ফাহিম বললেন, ‘গত বিপিএলের আগেও আমি সাকিবের সঙ্গে কাজ করেছি। সেই টুর্নামেন্টে আমরা দেখেছি, সে বেশ ভালো পাওয়ার হিটিং করেছে, অনেক ছক্কা (১৫) মেরেছে। ব্যাটিংয়ে বোধ হয় দলের সেরা পারফরমার ছিল।’

স্কিল হিটিং ব্যাটার হিসেবে পরিচিত মুশফিককে পাওয়ার হিটিংয়ে কিছুটা নড়বড়ে মনে হলেও শেষটা দারুণ করেছেন। ৩৬০ ডিগ্রিতে ব্যাটিংয়ের চেষ্টা করেছেন তিনি। মুশফিকের পাওয়ার হিটিং নিয়ে কোচ ফাহিমের ব্যাখ্যা, ‘মুশফিকের ক্ষেত্রে (পাওয়ার হিটিং) আমি খুব আশাবাদী। আশা করেছিলাম, জিম্বাবুয়েতে পাওয়ার হিটিংয়ের সুযোগ নেবে। কেন নেয়নি জানি না। তবে সে নিজেও ধীরে ধীরে বুঝতে পারছে পাওয়ার হিটিং কী। আজ (গতকাল) কিছু ভালো শট খেলেছে। সামনে আর দুই-চার দিন অনুশীলন করলে এটা আরও বেশি আয়ত্তে আসবে।’

বাংলাদেশ যে পাওয়ার হিটিংয়ে কতটা দুর্বল, সেটা পরিসংখ্যানই বলে দেবে। নিজেদের সর্বশেষ ১১ ম্যাচে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ছক্কা হাঁকানো দলগুলোর মধ্যে বাংলাদেশ একটি। এই সময়ে ৩ দশমিক ৮২ গড়ে মাত্র ৪২টি ছক্কা বাংলাদেশের। সবার ওপরে থাকা ইংল্যান্ড ৮ দশমিক ২৭ গড়ে মেরেছে ৯১টি ছক্কা, যেটি বাংলাদেশের প্রায় দ্বিগুণ। এশিয়া কাপে বাংলাদেশের দুই গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তানও এই তালিকায় বাংলাদেশের ওপরে। গত পাঁচ ম্যাচে সর্বোচ্চ ৫টি ছক্কা মেরেছেন সাকিব।

টি-টোয়েন্টি সংস্করণে পাওয়ার হিটিংয়ের পুরোনো দুর্বলতা কাটিয়ে উঠতে শিষ্যদের প্রতি বাংলাদেশ ব্যাটিং পরামর্শক কোচ জেমি সিডন্সের বার্তা, ‘শরীরকে যত বেশি সম্ভব ব্যবহার করা।’ মিরাজের দারুণ একটি ছক্কার ভিডিও ফেসবুকে পোস্ট করে সিডন্স লিখেছেন, ‘আপনি যখন ক্রিস গেইলের মতো হবেন না (জন্মগতভাবে), তখন আপনার নিজের শরীরকে যত বেশি সম্ভব ব্যবহার করতে হবে।’

অনুশীলনে ঘাটতি নেই, এখন মূল মঞ্চে ঠিকঠাক প্রয়োগ করা গেলেই হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত