Ajker Patrika

বিজয়কে থামাতে পারছেন না কেউই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭: ১৩
বিজয়কে থামাতে পারছেন না কেউই

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এনামুল হক বিজয়ের ব্যাটে রানের ফল্গুধারা চলছেই। আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে আরেকটি দুর্দান্ত ইনিংস খেলেছেন আবাহনীর ওপেনার। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে ১৫৩ রানের ইনিংস খেলেছেন বিজয়। তাঁর ১২৭ বলের ইনিংসে ১৩ চারের সঙ্গে ৫টি ছক্কার মার রয়েছে। ৬২ বলে ৫ চারে পূর্ণ করেন ফিফটি। সেখান থেকে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরিতে পৌঁছাতে বিজয়ের দরকার পড়ে আর ৩৭ বল। ৩টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কা। 

তিন অঙ্ক ছুঁয়ে আরও আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় বিজয়কে। এক শ থেকে দেড় শতে যেতে খেলেন ২৬ বল। মারেন আরও ৩টি ছক্কা ও ৫টি চার। রুবেল হোসেনের বলে বিশাল চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে শেষ পর্যন্ত ১৫৩ রানে ফেরেন। 

গত আসরের রানের ধারাবাহিকতা এবারও ধরে রেখেছেন বিজয়। এর মধ্যে করে ফেলেছেন তিনটি সেঞ্চুরি, নামের পাশে যোগ হয়েছে ৬০০ ছুঁইছুঁই রান। এখন পর্যন্ত লিগে সাত ম্যাচ খেলেছেন বিজয়। ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে তাঁর রান ৫৭২। গত আসরে প্রাইম ব্যাংকের জার্সিতে ১৫ ম্যাচ খেলে ৩ সেঞ্চুরি ও ৯ ফিফটিতে করেছিলেন রেকর্ড ১১৩৮ রান। এবারও সেই রেকর্ডের পথেই ছুটছেন বিজয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত