Ajker Patrika

বিজয় বলছেন, তাঁদের চার-ছক্কা মারার সামর্থ্য আছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১১: ৩৫
Thumbnail image

টি-টোয়েন্টি সংস্করণে ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের। এই সংস্করণে সাফল্য পেতে অধিনায়ক, ক্রিকেটার ও কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে বিসিবি। ক্রিকেটারদের মধ্যে ভালো খেলার বার্তা পৌঁছে দিয়েছে বোর্ড। এমন পরিস্থিতিতে এশিয়া কাপে নিজেদের সামর্থ্যের চেয়ে বেশিটাই দিতে চান এনামুল হক বিজয়রা।

আরব আমিরাতে দ্বিতীয় দিনের অনুশীলনের ফাঁকে এ কথা বলেছেন বিজয়। নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের সঙ্গে কী কথা হলো জানতে চাইলে এই টপ অর্ডার ব্যাটার বলেছেন, ‘শ্রীরাম আসার পর আমাদের দারুণ একটা বৈঠক হয়েছে। আমাদের পরিষ্কার ধারণা আছে এবং প্রত্যেকে জানে তার কাজ কী। আমরা সবাই মনে করি দারুণ প্রভাব ফেলতে পারব (ম্যাচে)। দলকে সামর্থ্যের চেয়ে বেশি দেওয়ার চেষ্টার করব। এই অঙ্গীকার সবাই করেছে। এটা বিশ্বাস করি, আমরা পারব।’

বাংলাদেশের পাওয়ার হিটিং দুর্বলতা নিয়ে আলোচনা হচ্ছে। যদিও সেটাকে এড়িয়েই গেলেন বিজয়। তাঁর ব্যাখ্যা, ‘আমি প্রায় ১০ বছর ধরে বিপিএল খেলছি, বাংলাদেশের হয়েও খেলছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের যে মেধা আর পরিশ্রম, তাতে পাওয়ার হিটিংয়ের চেয়ে পরিকল্পনা বেশি। কেউ বলতে পারবে না দলের কেউ চার-ছক্কা মারতে পারে না বা সামর্থ্য নেই। শতভাগ সামর্থ্য নিয়েই বাংলাদেশ দলে খেলতে হয়। সবারই পাওয়ার হিটিংয়ে চার-ছক্কা মারার সামর্থ্য আছে।’

টি-টোয়েন্টিতে ব্যক্তিগত পারফরম্যান্সেও পিছিয়ে বাংলাদেশ ব্যাটাররা। এখানে উন্নতিতে অনুশীলনকেই এগিয়ে রাখলেন বিজয়, ‘ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু নেই। অনুশীলনের মাধ্যমে উন্নতি সম্ভব। আশা করি এই কোচ ও সাকিব ভাইয়ের অধীনে আমরা যথেষ্ট উন্নতি করব পাওয়ার হিটিংয়ে। এটা প্রক্রিয়ার বিষয়, এক দিনে হয়ে যাবে তা না। তিন মাসে হবে, ছয় মাসে হবে। সবাই শতভাগ চেষ্টা করবে উন্নতি করার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত