Ajker Patrika

প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মিঠুন, আছেন বিজয়-রাহি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৭ মে ২০২২, ২১: ৫৬
Thumbnail image

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এই সফরে পূর্ণ শক্তির দল নিয়েই আসছে লঙ্কানরা। ১৫ মে চট্টগ্রামে প্রথম টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিঠুন। জায়গা পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড রান করা এনামুল হক বিজয়। আর পেস বোলিং বিভাগে আছেন দুই ম্যাচের এই  টেস্ট সিরিজে দলে জায়গা না পাওয়া নিয়ে বিতর্কে জড়ানো আবু জায়েদ রাহি।

প্রস্তুতি ম্যাচের দল
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত