Ajker Patrika

৮ বছর পর ফিরেই বিজয়ের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সেন্ট লুসিয়া টেস্ট খেলে দল থেকে বাদ পড়েছিলেন এনামুল হক বিজয়। সেই সেন্ট লুসিয়া দিয়েই বাংলাদেশ টেস্ট দলে ফিরলেন তিনি। প্রায় আট বছর পর প্রত্যাবর্তনেই বিজয় গড়ে ফেললেন রেকর্ড।

বিজয়ের সর্বশেষ খেলা টেস্ট থেকে এই টেস্টের ব্যবধান ৭ বছর ৯ মাস ১১ দিন। বাংলাদেশের কোনো টেস্ট খেলোয়াড়ের এটিই সবচেয়ে বেশি সময় পর দলে ফেরার (দুই টেস্টের মধ্যকার ব্যবধান) রেকর্ড। 

এ প্রতিবেদন লেখার মুহূর্তে ব্যাটিংয়ে নেমে গেছেন বিজয়। ৮ বল খেলে করেছেন ৫ রান। বাউন্ডারি মেরে টেস্টে নতুন যাত্রা শুরু করেন তিনি।

২০১৪ সালের সেপ্টেম্বরে দল থেকে বাদ পড়েছিলেন বিজয়। মাত্র ৪ টেস্ট খেলার অভিজ্ঞতাকে সঙ্গী করে বাদ পড়েন তিনি। এরপর সময় গড়ালেও দলে ঠাঁই মেলেনি তাঁর। বাজে ব্যাটিং গড় ও দলের সেটআপের সঙ্গে না মেলায় এত দিন সুযোগ আসেনি এই ব্যাটারের। 

দ্বিতীয় রেকর্ডটি পেসার নাজমুল হোসেনের। ২০০৪ সালের ১৭ ডিসেম্বর টেস্ট অভিষেকের পর নিজের দ্বিতীয় টেস্ট খেলেন ১৭ ডিসেম্বর ২০১১ সালে। সময়ে হিসেবে ৭ বছর পর তিনি ফিরেছিলেন জাতীয় দলে। 

ব্যর্থতার চোরাবালিতে আটকা মুমিনুল হকের বদলে দলে ফেরা বিজয়ের টেস্ট ক্যারিয়ার একেবারেই বিবর্ণ। ৪ টেস্টে ৯.১২ গড়ে করেছেন মাত্র ৭৩ রান। 

এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে (জাতীয় লিগ ও বিসিএল) ১৫ ইনিংসে ২৮.২৮ গড়ে বিজয়ের রান ৩৯৬। তবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রেকর্ড ১১৩৮ রান নির্বাচকদের মন গলাতে মুখ্য ভূমিকা রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত