সিটবেল্ট ছাড়া গাড়িতে চড়ে সমালোচনার মুখে ঋষি সুনাক
এদিকে সুনাকের সিটবেল্ট না পরার ঘটনায় জোর সমালোচনা করেছেন বিরোধী লেবার পার্টির নেতারা। দলটির মুখপাত্র বলেন, কীভাবে সিটবেল্ট বাঁধতে হয়, ডেবিট কার্ড, ট্রেন পরিষেবা ব্যবহার করতে হয়, কীভাবে অর্থনীতি ও দেশ পরিচালনা করতে হয়, তা সুনাক জানেন না।