Ajker Patrika

ভারত থেকে প্রতিবছর ৩ হাজার তরুণ পেশাজীবী নেবে যুক্তরাজ্য

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১২: ২৯
ভারত থেকে প্রতিবছর ৩ হাজার তরুণ পেশাজীবী নেবে যুক্তরাজ্য

খাদ্যনিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির ২০টি দেশের জোট জি-২০-এর সম্মেলন। গতকাল মঙ্গলবার বালিতে সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যে কথোপকথন হয়েছে। নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়। 

এদিকে নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে, প্রতিবছর ভারত থেকে ৩ হাজার তরুণ পেশাজীবী নেবে যুক্তরাজ্য। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জি-২০ সম্মেলনে নরেন্দ্র মোদি ও ঋষি সুনাকের সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। 

ব্রিটিশ সরকার বলছে, ভারতই প্রথম ভিসা ন্যাশনাল দেশ হিসেবে এই সুবিধা পাচ্ছে। এর ফলে ভারতের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 

ব্রিটিশ সরকার জানায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের যেকোনো দেশের তুলনায় ভারতের সঙ্গে আমাদের বেশি যোগাযোগ রয়েছে। যুক্তরাজ্যের মোট আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় এক-চতুর্থাংশই ভারতের। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় জানিয়েছে, আজ ইউকে-ইন্ডিয়া চুক্তি নিশ্চিত হলো। এই চুক্তির আওতায় ১৮–৩০ বছর বয়সী সনদধারী ৩০ হাজার ভারতীয় প্রতিবছর যুক্তরাজ্যে এসে দুই বছর তরুণ পেশাজীবী হিসেবে কাজ করতে পারবেন। 

এর আগে গত বছর যুক্তরাজ্য-ভারত অভিবাসন ও মোবিলিটি পার্টনারশিপ চুক্তি হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত