Ajker Patrika

কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে রুশ অর্থনীতি, পুতিনের স্বীকারোক্তি

কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে রুশ অর্থনীতি, পুতিনের স্বীকারোক্তি

রাশিয়ার প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছেন যে, দেশটির অর্থনীতি ‘কঠিন পরিস্থিতির’ মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বেশ কয়েকটি দেশ রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের ‘নিষেধাজ্ঞা’ আরোপ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার এই কথা বলেছেন।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ ২৪ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিউ কো–অর্ডিনেশন কাউন্সিলের এক বৈঠকে পুতিন এই স্বীকারোক্তি দিয়েছেন। পুতিন বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার পরিচালিত সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে।’ আজই এই নতুন কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 

এদিক, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ঋষি সুনাক প্রথম ফোনকলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভয় দিয়েছেন। তিনি বলেছেন, ‘অটল সমর্থন নিয়ে ইউক্রেনের পাশে আছে যুক্তরাজ্য।’ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই ঋষির প্রথম ফোনকল।

ঋষি সুনাকের কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টকে ঋষি সুনাক বলেছেন, তাঁর দেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে। জেলেনস্কি নিঃসন্দেহে ব্রিটিশ সরকারের অটুট সংহতি ও সমর্থন পাবেন। সংহতির ক্ষেত্রে তাঁর সরকার ব্রিটেনের ওপর ভরসা রাখতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত